ব্রিটেনে বসে পাকিস্তানকে শাসানি ভারতীয় হাইকমিশনারের

Spread the love

৮ মে রাতে পাকিস্তানের তরফ থেকে হামা করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। এর কড়া জবাব দেয় ভারত। এই আবহে আমেরিকা, চিনের মতো দেশগুলি সংযমের বার্তা দিয়েছে। তবে ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী টিভি চ্যানেলে বসেই বলে দিলেন, পাকিস্তানকে আরও কঠোর শাস্তি দেবে ভারত। সঙ্গে তিনি এও ফের মনে কিয়ে দেন, সংঘাত বাড়াচ্ছে পাকিস্তান। ভারত শুধু জবাব দিচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাইনিউজে বসে বিক্রম দোরাইস্বামী বললেন, ‘পহেলগাঁওতে সাধারণ নাগরিকদের উপর হামলা পাকিস্তানের মদতপুষ্ট ছিল। সন্ত্রাসী গোষ্ঠীর সেই হামলার মূল কারণ ছিল উত্তেজনা বৃদ্ধি। আমাদের প্রতিক্রিয়া ছিল সুনির্দিষ্ট, যুক্তিসঙ্গত এবং মাঝারি। তবে পাকিস্তান ক্রমাগত বিষয়টি আরও বাড়িয়ে তুলছে। পাকিস্তান নিজেদের ডিপ স্টেট সম্পদ লুকিয়ে রেখেছে। তাদের হাতে থাকা সামরিক সরঞ্জাম তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করবে নাকি অন্য দেশে আক্রমণ করার জন্য ব্যবহার করবে, তা তাদের সিদ্ধান্তের বিষয়।’

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘আমরা উত্তেজনা বৃদ্ধি করতে চাই না। পাকিস্তান যা করবে, আমরা তার যথাযথ জবাব দেবে। আমরা পাকিস্তানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হেনেছি। এরপর পাকিস্তান যদি আরও উত্তেজনা বাড়ায়, তাহলে আমরা আরও কঠোর শাস্তি দেব তাদের। পাকিস্তানের কাছে সুযোগ আছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে শান্ত করার। বর্তমানে পরিস্থিতি খবই পরিবর্তনশীল।

এদিকে সেই সাক্ষাৎকারে জঙ্গি আবদুল রউফ আজহারের শেষকৃত্যের ছবিও দেখান বিক্রম দোরাইস্বামী। মুরদিকে লস্কর জঙ্গি সংগঠনের সদর দফতরে হামলা চালিয়েছিল ভারতীয় ড্রোন। সেই হামলাতেই মাসুদ আজহারের এই ভাই মারা গিয়েছে। এই লস্করের প্রধান ছিল রউফ। এই জঙ্গি নেতার শেষকৃথ্যের ছবি দেখিয়ে দোরাইস্বামী দেখান যে সেনার শীর্ষ কর্তাা সেই অনুষ্ঠানে যেগ দিতে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *