ভবেন ও নগেন কি পাবে তাঁদের স্বপ্নের চাবির সন্ধান? প্রকাশ্যে ‘চাবিওয়ালা’র ট্রেলার

Spread the love

শহরে আসতে চলেছে ‘চাবিওয়ালা’। এই পৃথিবীতে প্রতিটা মানুষই বোধহয় কোন না কোন চাবির সন্ধানে ছুটে চলেছে। কেউ বন্ধ দরজার তালা খুলে ছুঁতে চায় তার স্বপ্নকে।কেউ আবার ছুঁতে চায় তার প্রিয় মানুষটাকে। এ শহরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাবি খুঁজে বেড়াচ্ছে। কাজ হারিয়ে গ্রামের ছেলে ‘চাবিওয়ালা’ ভবেন ও নগেন একদিন শহরে এসে উপস্থিত হয়। ভবেনের মনের আশা, হয়তো শহরে চলে আসা তার প্রেমিকার মনের দরজা খুলে সে তাকে নিজের করে পাবে। কিন্তু শহরে এসে দেখে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাবির খোঁজে ছুটে চলেছে। তারা কি পাবে সেই চাবির সন্ধান? কেউ কি আদৌ তা পায়?

এমই এক গল্পকেই সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক রাজা ঘোষ।আর এই ছবিতেইপ্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছেন অভিনেতা কৌশিক কর ও অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। এছাড়াও বিশেষ কিছু চরিত্রে রয়েছেন সোহাগ সেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, শঙ্কর দেবনাথের মত বিশিষ্ট শিল্পীরা। ২৬ মে সোমবার মুক্তি পেয়েছে চাবিওয়ালার ট্রেলার।

প্রসঙ্গত, ৩০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক চলচিত্র উৎসবে দেখানো হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে ছবিটি মুক্তির আলো দেখতে পায়নি। তবে শেষপর্যন্ত ধাগা প্রোডাকশনের এবং অভিনেত্রী- পরিচালিকা মানসী সিনহা ও শতদীপ সাহার উদ্য়োগে অবশেষে মুক্তি পেতে চলেছে এই ছবি।

যদিও এর আগে ধাগা প্রোডাকশন একইরকমভাবে অনিশ্চয়তার অন্ধকারে পড়ে থাকা বহু ভালো কিছু ছবিকে প্রচারের আলোয় এনেছে এবং ছবিগুলি মুক্তির জন্য উদ্যোগ নিয়েছে। ধাগা প্রোডাকশনের কর্মকর্তা শুভঙ্কর মিত্রর দৃঢ় বিশ্বাস এই ছবিটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৬ই জুন পিপারপট পিক্সেল, হোয়াইট আউল এন্টারটেনমেন্ট – এর প্রযোজনায় ও ধাগা প্রোডাকশনের সহ প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ চাবিওয়ালা ‘।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *