ভয়ানক কাণ্ড ঘটিয়েছেন কা ‘দ্য স্টোনম্যান মার্ডারস’ পরিচালক

Spread the love

এ যেন সিনেমার গল্প! নিজের ড্রাইভারকেই ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ উঠল পরিচালক মণীশ গুপ্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ভারসোভা এলাকায় সাগর সংযোগ বিল্ডিংয়ে পরিচালকের বাড়িতেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ভারসোভা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,গত তিন বছর ধরে মণীশ গুপ্তার কাছে কর্মরত বছর ৩২-এৎ রাজিবুল ইসলাম লস্কর। তিনিই পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ বেতন নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। চালক রাজিবুল লস্কর এফআইআরে জানিয়েছেন, গত তিন বছর ধরে মণীশ গুপ্তার সঙ্গে মাসিক ২৩ হাজার টাকা বেতনে কাজ করছিলেন। কিন্তু পরিচালক তাঁকে সময়মতো বেতন পাচ্ছিলেন না। গত ৩০ মে বকেয়া পরিশোধ না করেই তাঁকে কাজ থেকে বরখাস্ত করেন মণীশ। লস্কর তাঁর বকেয়া ফিরে পেতে আবারও কাজ শুরু করেন, কিন্তু তবুও তাঁকে তাঁর কষ্টার্জিত অর্থ দেওয়া হয়নি বলে অভিযোগ।

এরপর বৃহস্পতিবার রাতে দু’জনের মধ্যে বচসা বাঁধলে তা মারামারিতে রূপ নেয়। লস্করের অভিযোগ, রান্নাঘরের ছুরি দিয়ে তাঁকে আক্রমণ করেন পরিচালক। এদিকে FIR-এর পর পরিচালক মণীশ গুপ্তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নির্যাতিতার আইনজীবী।

প্রসঙ্গত মণীশ গুপ্ত একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং লেখক। যিনি কিনা ‘দ্য স্টোনম্যান মার্ডারস’, ‘৪২০ আইপিসি’র মতো ছবিও পরিচালনা করেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে রবিনা ট্যান্ডন ও মিলিন্দ সোমানের আইনি ড্রামা ছবি ‘ওয়ান ফ্রাইডে নাইট’ পরিচালনা করেছিলেন তিনি। এছাড়াও রাম গোপাল ভার্মার ছবির চিত্রনাট্য লিখেছেন মণীশ গুপ্তা। তাঁর ‘ডি ও সরকার’ ছবির গল্পও লিখেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *