ভয়াবহ দাবানল

Spread the love

আবারও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে কানাডা। দুইশ’র বেশি জায়গায় ছড়িয়ে পড়া এ আগুনে পুড়ে গেছে কয়েক লাখ একর বনভূমি। ম্যানিটোবাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও।নতুন মাসের শুরুতেই কানাডার মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। এরইমধ্যে পুড়ে গেছে ৩৭ লাখ একরেরও বেশি বনভূমি। দাবানলের কারণে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এর মধ্যে কেবল ম্যানিটোবাতেই ১৭ হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সাসকাচুয়ান প্রদেশে ১৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। 

কানাডার ভয়াবহ দাবানলের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী বাসিন্দারা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। মিশিগান, মিনেসোটাসহ আশপাশের রাজ্যগুলোতে দেখা দিয়েছে তীব্র বায়ু দূষণ। 

এমনকি ইউরোপেও পৌঁছেছে ক্ষতিকর ধোঁয়া। বায়ু দূষণের কারণে চোখ ও শ্বাসনালীর জ্বালাপোড়া থেকে শুরু করে শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানা ঝুঁকি তৈরি করতে পারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *