ভয় পেয়েছি এটা হয়ত ক্যান্সারে…

Spread the love

শোয়েব ইব্রাহিমকে বিয়ে করে সুখেই সংসার করছেন হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। তাঁদের ছেলে রুহানের বয়স এখন ৩ পার হয়নি। এরই মাঝে তাঁদের পরিবারে এসেছে একটি খারাপ খবর। অসুস্থ দীপিকা, আর একথা নিজেই জানিয়েছেন তাঁর অভিনেতা স্বামী শোয়েব। আর অভিনেত্রীর অসুস্থতা মোটেও সাধারণ নয়।

কী হয়েছে দীপিকার?

দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিম তাঁদের জীবনের প্রতিটি আপডেট ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এবার নতুন ভ্লগে শোয়েব জানিয়েছেন দীপিকার শারীরিক অবস্থা খারাপ। তাঁর লিভারের বাম দিকের লোবে টিউমার হয়েছে এবং সেটিও বেশ বড়। এই কথা বলতে গিয়ে শোয়েবের মুখে বিষন্নতা নেমে আসে। এমনকি তিনি জানান, দীপিকার অস্ত্রোপচার করতে হবে।

শোয়েব বলতে শোনা যায়, ‘দীপিকার শরীরটা বিশেষ ভালো নেই, ওর একটু পেটে সমস্যা আছে, তবে সেটা বেশ গুরুতর। আমি আসলে চণ্ডীগড়ে ছিলাম আর দীপিকা মুম্বাইয়ে ছিল। ওর পেটে ব্যথা হচ্ছিল। দীপিকা শুরুতে ভেবেছিলেন অ্যাসিডিটির কারণেই ব্যথা হয়ে থাকবে। কিন্তু পরে সেই ব্যথা অনেকটাই বেড়ে যায়। তারপর ও ডাক্তার দেখাতে যায়। ওর কিছু রক্ত পরীক্ষা করা হয়েছে। এরপরই জানা যায়, দীপিকার পেটে সংক্রমণ হয়েছে।’

শোয়েব আরও বলেন, ‘ডাক্তার আমাদের ডেকেছিলেন এবং বলেছিলেন যে দীপিকার সিটি স্ক্যান করতে হবে । সেটা করা হয় এবং রিপোর্ট আসে। তখনই জায় যায় যে ওর লিভারের বাম লোবে টিউমার রয়েছে। যা টেনিস বলের মতো বেশ অনেকটাই বড়। এটা আমাদের সবার জন্য খুবই খারাপ একটা খবর।’

আতঙ্কের কথা জানিয়ে শোয়েব বলেন, ‘টিউমারের কথা জেনে আমরা সবাই ভয় পেয়েছিলাম যে এটা হয়ত ক্যান্সারে পরিণত হবে। তবে এখন পর্যন্ত রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি, আর এটাই স্বস্তিদায়ক। তবে এখনও আরও পরীক্ষা-নিরীক্ষা করা বাকি।’

শোয়েব জানিয়েছেন তিনি এবং দীপিকা দুজনেই এই সময়ে অনেক টেনশনে রয়েছেন, কারণ তাঁদের একটা ছোট্ট সন্তান রয়েছে। শোয়েবের কথায়, ‘ও (ছেলে) এখনও দীপিকার বুকের দুধ খায়। ওকে এখনও বাইরের দুধ দেওয়া হয়নি। ছেলের দুধ খাওয়ার অভ্যাস আছে, রোজই ওকে দিনের বেলায় ব্রেস্ট ফিড করানো হয়।’ এখন দীপিকাকে যখন ভর্তি করা হবে, তিনি ছোট্ট রুহানকে কীভাবে সামলাবেন সেটা ভেবেই তিনি চিন্তিত। এদিকে অসুস্থতার খবরে বেশ মুষড়ে পড়েছেন দীপিকাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *