ভাঙা সিসিটিভি ক্যামেরা! চলেছে দেদার লুটপাট

Spread the love

সঙ্গীতা বিজলানি, বলিউডের অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় হলো তিনি সলমন খানের প্রাক্তন প্রেমিকা। গত ৯ জুলাই ভাইজানের সঙ্গে জন্মদিন পালন করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। কিন্তু তারপরেই যা ঘটলো, তাতে হতভম্ব অভিনেত্রী নিজেও।

গত ১৮ জুলাই সকাল সাড়ে ১১ টা নাগাদ ২ গৃহকর্মীর সঙ্গে পুনের ফার্ম হাউসে যান সঙ্গীতা। কিন্তু প্রবেশপথে ঢুকতেই অবাক হয়ে যান কারণ তিনি দেখতে পান কেউ বা কারা জোর করে দরজা ভেঙে ফেলেছে। এরপরেই তিনি বুঝতে পারেন বাড়ির ভেতরে চলেছে দেদার লুটপাট।

পুলিশের বক্তব্য অনুযায়ী, এই গোটা ব্যাপারটাই পূর্বপরিকল্পিত বলে মনে করা হচ্ছে। জানলার গ্রিল ভেঙে একাধিক জিনিস চুরি করা হয়েছে। শুধু তাই নয়, গৃহস্থালির গুরুত্বপূর্ণ জিনিস ভাঙা অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। বেশ কিছু মূল্যবান জিনিসপত্র পাওয়াও যায়নি। সব মিলিয়ে বেশ মোটা অঙ্কের টাকার আর্থিক ক্ষতি হয়েছে অভিনেত্রীর।

তবে এর নেপথ্যে কে বা কারা রয়েছেন তা খতিয়ে দেখছেন পুলিশ। কিছুদিন আগেই ভাইজানের সঙ্গে ছবি তোলা, তারপরেই এইভাবে বাড়িঘর ভাঙচুর, অনেকেই এর পেছনে বড় কোনও চক্রান্তের গন্ধ পাচ্ছেন। তবে আসল ঘটনা কি তা তদন্তের পরেই জানা যাবে।

লোনাভলা গ্রামীণ পুলিশ স্টেশনের ইনচার্জ দীনেশ তাইদে বলেন, ‘ কতটা ক্ষতি হয়েছে, সেটা জানার জন্য ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। খামারবাড়ি ভালো করে খুঁটিয়ে দেখার পর একটি এফআইআর দায়ের করা হবে।”

বিজলানির ঘনিষ্ঠ সহযোগী এবং মামলার প্রধান অভিযোগকারী মোহাম্মদ মুজিব খান বলেন, ‘পুনের গ্রামীণ পুলিশ সুপার সন্দীপ গিল এবং তাঁর দল এই সংকটের সময়ে আমাদের পূর্ণ সহায়তা প্রদান করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *