ভারতকে নকল করা ছাড়া যেন কিছুই পারে না পাকিস্তান

Spread the love

বাণিজ্যে নিষেধাজ্ঞা হোক কি জাহাজে নিষেধাজ্ঞা, ভিসা বাতিল হোক কি কূটনৈতিক বহিষ্কার, পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারতের পদক্ষেপগুলির অনুকরণ করে এসেছে পাকিস্তান। আর এবার ফের ভারতের নকল করতে চলেছে পাকিস্তান। সন্ত্রসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে বহু দেশে সংসদীয় প্রতিনিধি দল পাঠাবে ভারত। এবার পাকিস্তানও সেই পথেই হাঁটছে। 

জানা গিয়েছে, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির নেতৃত্বে একটি দলকে আন্তর্জাতিক সফরে পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। ভারত আন্তর্জাতিক ফোরামে সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে তুলে ধরতে সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা করেছে ইতিমধ্যেই। এরপরই পাকিস্তানেরও মাথায় এসেছে এই ‘বুদ্ধি’।

ভারত সরকার জানিয়েছে, তারা উত্তর আমেরিকা, ইউরোপ ও পশ্চিম এশিয়ার দেশগুলোতে প্রতিনিধি দল পাঠাবে, যার মধ্যে বিভিন্ন দলের সংসদ সদস্য, প্রাক্তন কূটনীতিক ও শীর্ষস্থানীয় নেতারা থাকবেন। প্রতিনিধি দলগুলির নেতৃত্বে থাকবেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, ডিএমকের কানিমোঝি, এনসিপির সুপ্রিয়া সুলেরা। এই সব দলে থাকবেন ডিপিএপি নেতা গুলাম নবি আজাদ এবং এআইএমআইএম আসাদউদ্দিন ওয়াইসি, তৃণমূলের ইউসুফ পাঠানরা।

ভারতের এই কূটনৈতিক মিশনের খবর প্রকাশ্যে আসতেই প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে অনুরোধ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পরিস্থিতি এবং শান্তির বার্তা পৌঁছে দিতে যাবে এই প্রতিনিধিদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *