আরও একবার খবরের শিরোনামে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এবারও এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়েই তিনি পাকিস্তানের ‘ইন্টালিজেন্স শেয়ারিং’ বা গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার বিষয়ে মুখ খুলে ফেলেন। তাঁর বেফাঁস মন্তব্য কার্যত নিশ্চিত করে দিয়েছে যে, পাকিস্তানকে চিন, ভারত সম্পর্তে ক্রমাগত গোয়েন্দা তথ্য যুগিয়ে যাচ্ছে। আর ‘অপারেশন সিঁদুর’ শুরুর পর থেকেই তা চলে আসতে বলেও অনুমান বহু মিডিয়া রিপোর্টের।
‘আরব নিউজ’র সঙ্গে ছিল খোয়াজা আসিফের সাক্ষাৎকার। সেখানে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ দেশগুলি একে এপরের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া, যে সমস্ত তথ্য স্যাটেলাইট থেকে আসছে তা ভাগ করে নেওয়া খুবই ‘সাধারণ ঘটনা’। একই সঙ্গে তিনি বলেন,’চিনেরও ভারতের সঙ্গে সংঘাত রয়েছে।’ আসিফের একের পর এক শব্দ চয়ন ও বাক্যবন্ধনীই কার্যত নিশ্চিত করে দিয়েছে যে চিনের তরফে ভারতকে নিয়ে গোয়েন্দা তথ্য পেয়ে চলেছে পকিস্তান। যা চিনকে কূটনৈতিক দিক থেকে কোন জায়গায় দাঁড় করাতে পারে, তা নিয়ে জল্পনা তৈরি করেছে।
সাক্ষাৎকারে আসিফ বলেন,’ বর্তমানে যেসব দেশ একে অপরের ঘনিষ্ঠ, তারা গোয়েন্দা তথ্য ভাগ করে নেয়। এটা খুব সাধারণ… যদি আমাদের কাছে তথ্য থাকে আমরা ভাগ করে নিই।’ তিনি বলছেন,’এটা খুব সাধারণ যে, যদি আমরা সেই তথ্য ভাগ করে নিই যা আমাদের কাছে বা চিনের কাছে হুমকি হতে পারে, কারণ চিনের সমস্যা রয়েছে ভারতের সঙ্গে। ফলে আমার মনে হয় স্যাটেলাইট বা অন্য পথে পাওয়া গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়াটা খুবই সাধারণ ঘটনা।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, এখনও পাকিস্তান হাই অ্যালার্টেই রয়েছে। প্রসঙ্গত, পহেলগাঁওতে জঙ্গি হানার পর পাকিস্তানকে লক্ষ্য করে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, গুঁড়িয়ে দেয় পাকিস্তানের ভিতরে ৯ জঙ্গি ঘাঁটি। আসিফ বলছেন,’ ভারতের সঙ্গে এই ছোট যুদঘ বা সংঘাতের পর আমরা অ্যালার্টে রয়েছি। আমরা প্রতিরক্ষা কমাইনি। আমি নিশ্চিত করতে পারি যে আমরা এক মাসেরও বেশি সময় ধরে সতর্কতা ধরে রেখেছি।’
পাকিস্তানে ৯ জঙ্গি ঘাঁটি ভারত গুঁড়িয়ে দেওয়ার পর, সেদেশের আকাশপথ প্রতিরক্ষাকে ছিন্নভিন্ন করার পর, পাকিস্তানের নূর খান এয়ারবেস সহ একঝাঁক বিমানঘাঁটিতে ভারত আঘাত হানার পর, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলছেন,’ সংঘাত এখন শেষ হয়েছে, এখন সংঘর্ষ বিরতি রয়েছে। আমরা আশা করব পরিস্থিতি শান্ত থাকবে।’ এদিকে, চার দিন আগেও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাফ জানিয়েছেন,’অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি। ভারত সম্পূর্ণভাবে তৈরি রয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনও অ্যাকশন নিতে। ‘