ভারতীয় নৌসেনাকে ‘কৃতজ্ঞতা’ জানাল চিন! কী ঘটেছে?

Spread the love

মাঝসমুদ্রে আগুন লেগে গিয়েছিল কন্টেনার বোঝাই জাহাজে। নজরে পড়েছিল ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর। বাহিনীর তৎপরতায় সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচানো সম্ভব হয় ১৮ জনের। এদের মধ্যেই ছিলেন কয়েকজন চিনা নাগরিক। যার পরিপ্রেক্ষিতে ভারতকে ধন্যবাদ জানাল চিন।

মঙ্গলবার দুপুরে ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং একটি পোস্ট করে ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ জানান। ওই জাহাজে দ্রুত উদ্ধারকার্য চালিয়ে চিনা নাগরিকদের প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউ জিং। ভারতীয় নৌসেনার পাশাপাশি মুম্বই কোস্টগার্ডকেও ধন্যবাদ জানান ইউ

সোমবার কেরলের কোচি উপকূল থেকে ৭৮ নটিকাল মাইল দূরে একটি কন্টেনার বোঝাই জাহাজে বিস্ফোরণ হয় এবং আগুন লাগে। সিঙ্গাপুরের এনভি ওয়ান হাই ৫০৩ জাহাজটি কলম্বো থেকে মুম্বই যাচ্ছিল। জাহাজে মোট 22 জন কর্মী ছিলেন। বিপন্ন জাহাজ থেকে সাহায্য চেয়ে ভারতীয় নৌবাহিনীর কাছে জরুরি ভিত্তিতে ফোন আসে। সঙ্গে সঙ্গে নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনী উদ্ধারে নেমে পড়ে।নৌবাহিনীর আইএনএস সুরাট সিঙ্গাপুরের জাহাজটি থেকে ১৮ জন কর্মীকে উদ্ধার করতে পেরেছে। বাকি চারজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে নৌসেনা। ঘটনাচক্রে, এই ১৮ জনের মধ্যে ১৪ জনই চিনের নাগরিক। সোমবার রাত দশটা বেজে ৪৫ মিনিটে তাঁদের উদ্ধার করে নিউ মেঙ্গালুরু বন্দরে (এনএমপিএ) নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, উদ্ধার হওয়া কর্মীদের মধ্যে পাঁচজন আহত ছিলেন। তাদের ২ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। ফলে সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুরের জাহাজের এই জন চিনা নাগরিক কর্মীকে বাঁচানোর জন্যই ধন্যবাদ জানাল চিনের দূতাবাসের মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *