‘ভারতীয় সেনাকে সাহায্য করব, মুনিরের বাহিনীকে নয়’

Spread the love

বহু পাকিস্তানিরাই পাকিস্তানকে সমর্থন করে না। এমনকী তাঁদের মধ্যে অনেকেই চান যাতে ভারত পাকিস্তানে হামলা করুক। সম্প্রতি ইসলামাবাদের লাল মসজিদের ইমামের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। আর এবার এক পাঠান ইমামের বক্তব্য ভাইরাল হল। সেখানে তিনি পাকিস্তান সেনার বিরুদ্ধে নিজে ক্ষোভ উগরে দেন।এই ইমাম পাক সেনাকে তোপ দেগে বলেন, ‘পাকিস্তানে নাকি ভারত হামলা করবে বলে শোনা যাচ্ছে। এখন আমি যা বলছি, তা শুনুন। এটা বলার জন্যে যদি আমাকে গ্রেফতার করা হয়, তো হবে। আমি কোরানের শপথ করে বলছি: যখন আমি জেলে ছিলাম, আমরা বন্দিরা প্রার্থনা করতাম যাতে পাকিস্তানের ওপর ভারত হামলা করে। বন্দিরা বলত, আমরা ভারতের সেনার সঙ্গে সহযোগিতা করব, পাকিস্তানের নয়।’

সেই ইমাম আরও বলেন, ‘পাকিস্তান এতটাই অত্যাচার করে আমাদের ওপর। আমি কোরান হাতে নিয়ে শপথ করে বলছি, মিথ্যা বললে যেন আমার ধর্ম চলে যায়। পাকিস্তান পাঠানদের এত ক্ষতি করেছে – এখন ওরা ভাবে যে আমরা তাদের সাথে থাকব? আপনাদের মনে হয় আমরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তুলব? আমি ঠিক বলছি কি ভুল?’ তাঁর সামনে বসা সবাই বলেন, ‘ঠিক’।

ইমামের কথায়, ‘পাকিস্তান আমাদের মাটিতে আমাদেরই ওপর অত্যাচার চালিয়েছে। কোন পাঠান শিশুর চোখে আজ অশ্রুজ নেই? আমি আল্লাহর কাছে তাই অনুরোধ করছি, এই পাকিস্তানি সেনারা যাতে ততটাই কাঁদে যতটা পাঠান শিশুদের কাঁদতে হয়েছে। এই পাকিস্তানিরা যেন নিজেদের দেশে চরম দুঃখে থাকে।’এরপর তিনি আরও বলেন, ‘আজ সোয়াট এবং মালাকান্দে প্রতিটি পরিবার দুঃখে আছে। সেখানকার প্রতিটি পরিবার অন্তত ২-৩ জন করে নিকটাত্মীয়কে হারিয়েছে। আর পাকিস্তান ভাবছে যে পাঠানরা তাদের সমর্থন করবে?’ উল্লেখ্য, বিগন দিনে পাকিস্তানি পঞ্জাবি মুসলিমদের সঙ্গে পাঠানদের সম্পর্কে চিড় ধরেছে। জঙ্গি নিধনের নামে বহু নিরস্ত্র পাঠানকে সাম্প্রতিককালে হত্যা করার অভিযোগ রয়েছে পাক সেনার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *