ভারতীয় সেনাবাহিনীর দক্ষতার প্রতীক! মন কি বাতে কুর্নিশ মোদীর

Spread the love

আজ (রবিবার – ২৫ মে, ২০২৫) তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্রবাহিনীর দ্বারা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ ধ্বংস হয়ে যাওয়া সন্ত্রাসবাদী শিবিরগুলি ছবি ও ভিস্যুয়াল শেয়ার করেছেন। যা ‘অপারেশন সিঁদুর’-এর অংশ ছিল।

মোদী বলেন, ‘অপারেশন সিঁদুর’ কেবলমাত্র একটি সামরিক অভিযান নয়। বরং, এটি হল ‘বদলে যাওয়া ভারতের একটি প্রতীক’! যা দেশের দৃঢ়তা, সাহস এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান শক্তি প্রতিফলিত করে।

মোদী আরও বলেন, অপারেশন সিঁদুর-এ আমাদের বাহিনীর যে বীরত্ব প্রদর্শিত হয়েছে, তা প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী আস্তানা ধ্বংস করার ক্ষেত্রে আমাদের বাহিনীর দক্ষতা নির্ভুলভাবে আজ প্রমাণিত হয়েছে।’

প্রধানমন্ত্রী মনে করেন, ‘অপারেশন সিঁদুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস ও উৎসাহ যোগ করেছে।’ স্বনির্ভর বা আত্মনির্ভর ভারতের আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী এই অভিযানের সাফল্যের জন্য ভারতের স্বদেশী প্রতিরক্ষা ক্ষমতাকেও কৃতিত্ব দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের সৈন্যরা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে। এটি ছিল তাদের অদম্য সাহস, ভারতে তৈরি অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তির শক্তি প্রদর্শন। এতে আত্মনির্ভর ভারতের দৃঢ়তাও ছিল। আমাদের প্রকৌশলীরা, আমাদের প্রযুক্তিবিদরা, আসলে সকলেই… এই বিজয়ে অংশগ্রহণ করেছেন।’

এদিন মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে দেশের শহর ও গ্রামগুলিতে সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে আয়োজিত তিরঙ্গা যাত্রারও প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সশস্ত্রবাহিনীকে শ্রদ্ধা ও সম্মান জানাতে হাজার হাজার মানুষ হাতে তিরঙ্গা নিয়ে বেরিয়ে এসেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *