ভারতের কোচ কি থাকবেন মার্কুয়েজ? এই মাসেই সিদ্ধান্ত

Spread the love

ভারতীয় ফুটবল দলের শেষ কয়েক বছরে পারফরমেন্স একদমই খারাপ। ইগর স্টিম্যাচ যাওয়ার পর এফসি গোয়া থেকে স্প্যানিশ কোচ ম্যানোলো মার্কুয়েজকে কোচ করা হয়েছিল ভারতীয় দলের। সুনীলদের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হলেও ১ বছরও টিকছেন না তিনি, আগেই তিনি দল ছাড়তে পারলেন বাঁচেন । 

ইগর স্টিম্যাচ জমানায় ভারত আফগানিস্তানের বিরুদ্ধেও জিততে পারেনি, যা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু নতুন কোচ দায়িত্বে আসার পর তো ভারতীয় দল বাংলাদেশ এবং হংকংয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধেও জিততে পারছে না, যা নিয়ে বেজায় চিন্তায় রয়েছে ফেডারেশন।

ম্যানোলো মার্কুয়েজ ঘনিষ্টমহলে শেষ কয়েকদিন ধরেই জানিয়েছেন, যে তিনি জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি চান। একজন কোচ যখন দল ছাড়তে এতটা চেষ্টা করেন, তখন তাঁকে রেখে দেওয়া যে বুদ্ধিমানের কাজ নয় সেকথা ভালোই জানে ফেডারেশন। তাই এআইএফএফের সভাপতি এই নিয়েই এবার নীরবতা ভাঙলেন।কল্যাণ চৌবে এদিন এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি জানিয়ে দেন, ম্যানোলো মার্কুয়েজের ভবিষ্যৎ নিয়ে খুব জলদি সিদ্ধান্ত নিতে চলেছে এআইএফএফ। চলতি মাসের মধ্যেই ফেডারেশন সিদ্ধান্ত নিয়ে নেবে যে জাতীয় দলের দায়িত্ব ম্যানোলো থাকবেন, না অন্য কেউ আসবেন। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানান, ‘ম্যানোলো খুব বড় মানের কোচ আর ওর ভারতীয় ফুটবল সম্পর্কে জ্ঞান রয়েছে। কিন্তু শেষ কয়েকদিনে আমরা অনেক ফোন পেয়েছি যে আদৌ তিনি ভারতীয় দলের কোচ থাকবেন কিনা। আমাদের কার্যকরি সমিতির বৈঠক রয়েছে ২৯জুন, সেদিনই আমরা এই নিয়ে সিদ্ধান্ত নেবে। আমাদের জাতীয় দল পরপর ধাক্কা খেয়েছে। প্রথমে গোল না করে ম্যাচ জেতার আশা করা উচিত নয় ’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *