ভারতের ‘বন্ধু’ দেশের প্রেসিডেন্টকে পাক প্রধানমন্ত্রী শেহবাজের ব্যক্তিগত চিঠি

Spread the love

পহেলগাঁওতে জঙ্গি হানার পাল্টা হিসাবে ভারতীয় সেনা নামে ‘অপারেশন সিঁদুর’এ। পাকিস্তানের ভিতরে ৯ জঙ্গি ঘাঁটি সহ একাধক বায়ুঘাঁটি করে ধ্বংস। পাল্টা পাকিস্তানের ড্রোন হামলা ভারতকে নিশানা করে চললেও, রাশিয়া নির্মিত ‘এস ৪০০’ সেই ড্রোন হানা রুখে দেয়। এবার সেই ‘বন্ধু’ দেশ রাশিয়ার দরবারে পাকিস্তানের প্রতিনিধিদল। আর সেই প্রতিনিধি দলই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শােহবাজ শরিফের ব্যক্তিগত চিঠি।

ভারতের ‘বন্ধু’ রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিঠিতে ঠিক কোন বার্তা পাঠিয়েছেন, তা নিয়ে মুখ খুলতে রাজি হয়নি ইসলামাবাদ। তবে মস্কোতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশন জানিয়েছে,‘বিশেষ সহকারী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি হস্তান্তর করেছেন।’ উল্লেখ্য, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক বহুদিনের। সদ্য সেদেশে ভারতের তরফে গিয়েছিল কানিমোঝির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। পহেলগাঁও হানার পরবর্তী সময়ে পাকিস্তানের বুকে ভারতের প্রত্যাঘাত ঘিরে দিল্লির অবস্থান ‘বন্ধু’ রাশিয়াকে জানিয়ে এসেছে সেই প্রতিনিধিদল। এরপর পাকিস্তানও ভারতের কূটনীতিকে ‘অনুসরণ’কে রাশিয়ায় পাঠিয়েছে তাদের প্রতিনিধিদল। সেই দলই শােহবাজ শরিফের চিঠি পৌঁছে দেয় পুতিনের কাছে। মনে করা হচ্ছে, ইসলামাবাদ, তুরস্ক ও আজারবাইজানের মতো দেশের সমর্থন পাওয়ার পর এবার রাশিয়ার দিকে ঝোঁকার চেষ্টা করছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমির নেতৃত্বে প্রতিনিধিদলটি দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভকে আপডেট করে। ফাতেমি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এবং জ্বালানি, পরিবহন সংযোগ, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্র সহ বিস্তৃত বিষয়ে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের তার দেশের ইচ্ছার কথাও জানান মস্কোকে। রাশিয়ার বিদেশমন্ত্রকের প্রসঙ্গ উল্লেখ করে নিউজ এজেন্টি টাস বলছে, ল্যাভরভ বলেছেন যে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির জন্য পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি সংলাপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *