ভারতের ১৫ শহরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা রুখল সেনা

Spread the love

অপারেশন সিঁদুরের বদলা নিতে গিয়ে মুখ পুড়ল পাকিস্তানের। বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের ১৫টি শহর লক্ষ্য করে মিসাইল ছোড়ে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। প্রতিটি হামলা ভারতীয় বাহিনী নিষ্ক্রিয় করে দিয়েছে বলে জানানো হয়েছে। পালটা হামলায় পাকিস্তানের একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, অমৃৎসর, জলন্ধর, কাপুরথলা, ভাটিন্ডা, লুধিয়ানা সহ ভারতের ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের হামলা অপেক্ষায় আগে থেকেই তৈরি ছিল ভারতের S – 400 এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানি ক্ষেপণাত্রের খুঁজে বার করে প্রতিটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে S – 400 এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রথম কোনও সামরিক অভিযানে S – 400 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করল ভারত।

বলে রাখি, বৃহস্পতিবার সকাল থেকে পঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। স্থানীয়রা জানিয়েছেন, রাতে প্রবল বিস্ফোরণের শব্দের পর ওই ধাতব অংশগুলি আকাশ থেকে আছড়ে পড়ে। সেনার তরফে পাক হামলার খবর জানানোর পর স্পষ্ট হয় সেগুলি পাক ক্ষেপণাস্ত্রেরই ধ্বংসাবশেষ।

ওদিকে পাক হামলা রোখার পর পালটা কামিকাজি ড্রোন নিয়ে অভিযান চালায় ভারত। সেই অভিযানে পাকিস্তানের লাহৌর শহরের HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এছড়া রাওয়ালপিন্ডি ও করাচি শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, ১২টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *