ইলন মাস্কের স্টারলিঙ্ক এবার ভারতে পরিষেবা দিতে চলেছে। খুব শিগগিরই ভারতে শুরু হবে এই সংস্থার ওয়াইফাই পরিষেবা। পরিষেবা পেতে হলে মাসিক একটি অঙ্কের টাকা রিচার্জ করাতে হবে। ইকোনমিকস টাইমসের রিপোর্ট মোতাবেক এই অঙ্কটি প্রতি মাসে ৮৪০ টাকা হতে পারে।
প্রতি মাসে ৮৪০ টাকার বিনিময়ে কী কী সুবিধা পাওয়া যাবে? সংবাদমাধ্যম সূত্রের খবর, আনলিমিটেড হাই স্পিড ডেটা প্ল্যানের সুবিধা দিতে চলেছে স্টারলিঙ্ক। বর্তমানে ভারতে অধিকাংশ ওয়াইফাই সংস্থা এই ধরনের পরিষেবাই দিয়ে থাকে।
তবে ৮৪০ টাকার এই অঙ্ক প্রাথমিকভাবে থাকবে বলে মনে করা হচ্ছে। ওই প্রতিবেদন মাফিক, ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম মার্কেটে প্রবেশ করার জন্য প্রাথমিকভাবে এই অ অঙ্কের টাকাই ধার্য করবে স্টারলিঙ্ক। তবে এরই সঙ্গে আরও বেশ কিছু তথ্য জানা গিয়েছে। যেমন ডিভাইসের দাম ইত্যাদি।
বিশেষজ্ঞদের অনুমান, প্রাথমিকভাবে ১০ মিলিয়ন বা ১ কোটি ওয়াইফাই সাবস্ক্রাইবার অর্জন করাই সংস্থার লক্ষ্য হবে। আর এর জন্য প্রাথমিকভাবে রাউটারসহ প্ল্যানগুলির দাম কিছুটা কম রাখা হবে বলেই ধারণা। যদিও সংবাদমাধ্যম সূত্রের খবর, লাইসেন্স পেতে যথেষ্ট টাকা খরচ করতে হয়েছে স্টারলিঙ্ককে
বর্তমানে দেশের বিভিন্ন ওয়াইফাই সংস্থাগুলিতে হাই স্পিড ডেটার সঙ্গে বিভিন্ন ওটিটি প্ল্যানও পাওয়া যায়। কিন্তু স্টারলিঙ্কের ৮৪০ টাকার প্ল্যানে সেসব থাকবে কি না এখনও জানা যায়নি।

ইলন মাস্কের সঙ্গে ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ভারতী ও আম্বানীর সেস সংস্থা। এই দুই সংস্থা অনুমতি পেয়ে গিয়েছে। কিন্তু ইলন মাস্কের সংস্থা এখনও অনুমতি পায়নি বলেই খবর।একই সঙ্গে ওয়াইফাই ইনস্টল করতে হলে একটি রাউটার ডিভাইসের প্রয়োজন পড়ে। প্রতিবেদন মাফিক, এই ডিভাইসের দাম প্রায় ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে হতে পারে। যার অর্থ অন্যান্য সংস্থার ওয়াইফাই রাউটারের থেকে অনেকটাই বেশি দামি।
বর্তমানে স্টারলিঙ্কের যে স্যাটেলাইট সারা বিশ্বে ইন্টারনেট পরিষেবা দেয়, তার ক্ষমতা ৪ মিলিয়ন অর্থাৎ ৪০ লাখ সাবস্ক্রাইবার। এর ক্ষমতা বাড়ানো হলেও ১.৫ মিলিয়ন বা ১৫ লাখ সাবস্ক্রাইবারের বেশি পরিষেবা দেওয়া সম্ভব নয়।
সাধারণত অন্য সংস্থাগুলি হাই স্পিড ডেটা বলতে ১ জিবি স্পিড পর্যন্ত ডেটা দিয়ে থাকে। কিন্তু ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক কত স্পিডের ডেটা দেবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।