ভারতে ফিরেছেন পূর্ণম!পাকিস্তানকেও তাদের রেঞ্জার ফেরত দিল ভারত

Spread the love

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হতেই বন্দি বিনিময় করল দুই দেশের সীমান্তরক্ষায় মোতায়েন থাকা দুই বাহিনী। আজ (বুধবার – ১৪ মে, ২০২৫) সকালেই খুশির খবর পেয়েছিল আপামর ভারতবাসী। জানা গিয়েছিল, প্রায় ২০-২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আর, বেলা বাড়তেই জানা গেল, মুক্তি শুধু পূর্ণম একা পাননি। মুক্তি দেওয়া হয়েছে, বিএসএফের হাতে বন্দি পাক রেঞ্জার্সের সদস্য মহম্মদুল্লাহকেও।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল (২০২৫) কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। তার পরদিনই পঞ্জাবের পঠানকোটে কর্মরত বিএসএফ জওয়ান, পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউকে আটক করে পাক রেঞ্জার্স।

ঘটনা প্রসঙ্গে জানা যায়, পূর্ণম ভুল করে সীমান্ত অতিক্রম করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। একটি গাছের নীচে বিশ্রাম নেওয়ার সময় তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। এই ধরনের ঘটনা ব্যতিক্রমী কিছু নয়। প্রায়ই ঘটে। আর ঘটলে সংশ্লিষ্ট দুই বাহিনী ফ্ল্যাগ মিটিং করে ধৃত সেনা বা আধাসেনা সদস্যকে তাঁদের দেশে ফিরিয়ে দেয়। কিন্তু, পূর্ণমের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। তাঁকে আটকে রাখে পাক রেঞ্জার্স।

অন্যদিকে, ঠিক একইভাবে গত ৩ মে পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্য রাজস্থানে ভুলবশত সীমান্ত লঙ্ঘন করেন এবং ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। ভারতের তরফে তাঁকে আটক করা হয় এবং সাফ জানিয়ে দেওয়া হয়, পাকিস্তান আটক বিএসএফ জওয়ানকে ছাড়লেই পাক রেঞ্জার্সের ওই আটক সদস্যকেও ছেড়ে দেওয়া হবে।

কিন্তু, বেশ কয়েকবার এ নিয়ে ফ্ল্যাগ মিটিং হলেও জট পুরোপুরি কাটছিল না। শেষমেশ গত ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষবিরতি ঘোষিত হয়। তাতেই পূর্ণমের মুক্তি ও বন্দি বিনিময়ের সম্ভাবনা বাড়ে বলে দাবি তথ্যাভিজ্ঞ মহলের।

শেষমেশ আজ সকালে জানা গেল, পূর্ণমকে ফেরত দিয়েছে পাকিস্তান। এদিন ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম। অন্যদিকে, পাক রেঞ্জার্স মহম্মদুল্লাহকেও ছেড়ে দেয় ভারত। পাক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবরও সামনে এসেছে।

এদিকে, বিএসএফ তাদের তরফে জারি করা এক বিবৃতিতে জানিয়েছে, প্রোটোকল মেনেই দুই দেশের বাহিনী বন্দি বিনিময় করেছে। নিয়মিত ফ্ল্য়াগ মিটিং ও অন্য়ান্য মাধ্যমে লাগাতার যোগাযোগের ফলেই এমনটা সম্ভব হয়েছে। সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য বলছে, ভারতে ফিরেই স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন পূর্ণম। জানান, তিনি ভালো আছেন। পূর্ণমের স্ত্রীকে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *