ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ বিনা পয়সায় দেখা যাবে এই অ্যাপে

Spread the love

টিম ইন্ডিয়া ঘরের মাঠে সিরিজ খেললে ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তার কারণ থাকে না। তবে ইংল্যান্ডে সফরে ভারতীয় দলের পাঁচ ম্যাচের সিরিজ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন ক্রিকেটপ্রমীরা। কেননা হাই-ভোল্টেজ এই টেস্ট সিরিজ মোবাইলে বিনা পয়সায় দেখা যাবে কিনা, সেই বিষয়ে সংশয় ছিল। অবশেষে দুশ্চিন্তা দূর হল ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। কেননা সুখবর দিল জিওহটস্টার।

আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ডিজিটাল রাইটস এসেছে জিওহটস্টারের হাতে, এমনটাই খবর ক্রিকবাজের। সোনি এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের সঙ্গে এই মর্মে চুক্তি করেছে জিওহটস্টার। যার অর্থ, আগামী ২০ জুন থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দেখা যাবে জিওহটস্টারেও।

সোনির হাতে থাকা টিভি রাইটসের ম্যাচগুলি সচরাচর সোনি লিভ অ্যাপে দেখা যায়। সোনি লিভে লাইভ ক্রিকেট ম্যাচ বিনা পয়সায় দেখা যায় না। তার জন্য সাবস্ক্রিপশন নিতে হয়। যদিও বেশ কয়েকটি মোবাইল সংস্থার রিচার্জ প্ল্যানের সঙ্গে সোনি লিভের সাবস্ক্রিপশন ফ্রি-তে মেলে। এমনকি জিওর রিচার্জের সঙ্গেও সোনির সাবস্ক্রিপশন ফ্রি-তে পাওয়া যায়। সেক্ষেত্রে জিও টিভিতে দেখা যায় সোনি লিভের ম্যাচ।

বর্তমান পরিস্থিতিতে ভারতে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে বিনা পয়সায় দেখা যাবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ, এমনটাই খবর। শুধু পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজই নয়, বরং ২০২৬ সালে ভারত যখন সীমিত ওভারের ২টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে, সেই ম্যাচগুলিও দেখা যাবে জিওহটস্টারে। উল্লেখ্য, ২০২৬ সালে ইংল্যান্ড সফরে ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সুতরাং, সেই ৮টি ম্যাচ নিয়েও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তা কাটল বলা চলে।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি

১. প্রথম টেস্ট: ২০ থেকে ২৪ জুন (লিডস)।

২. দ্বিতীয় টেস্ট: ২ থেকে ৬ জুলাই (বার্মিংহ্যাম)।

৩. তৃতীয় টেস্ট: ১০ থেকে ১৪ জুলাই (লর্ডস)।

৪. চতুর্থ টেস্ট: ২৩ থেকে ২৭ জুলাই (ম্যাঞ্চেস্টার)।

৫. পঞ্চম টেস্ট: ৩১ জুলাই থেকে ৪ অগস্ট (ওভাল)

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজ তথা আইসিসি ইভেন্টের ডিজিটাল রাইটস রয়েছে জিওহটস্টারের হাতে। তবে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজের টিভি রাইটস রয়েছে সোনির হাতে। সোনি ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে ইসিবির সঙ্গে। শোনা যাচ্ছে যে, সোনির সঙ্গে জিওহটস্টারের চুক্তির পিছনে ইসিবিরও ইতিবাচক ভূমিকা রয়েছে। জিওহটস্টারকে ডিজিটাল রাইটসের ভাগ দিলেও টিভি রাইটস থাকছে সোনির হাতেই। অর্থাৎ, ভারতের টেস্ট সিরিজের ম্যাচগুলি দেখা যাবে সোনি স্পোর্টসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *