ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে বলে জানা নেই

Spread the love

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আদৌ কি কোনও কথা হয়েছে? আজ (বৃহস্পতিবার – ৮ মে, ২০২৫) এই প্রশ্ন করা হয়েছিল, ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রিকে। যার জবাবে, তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন কোনও ঘটনা যে ঘটেছে, তার নিশ্চয়তা প্রদানকারী কোনও তথ্য মন্ত্রকের কাছে অন্তত নেই। সহজ ভাষায় যার অর্থ হল – ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আদৌ কোনও কথা হয়নি!

প্রসঙ্গত, এর আগে সংবাদমাধ্যমেই একটি দাবি উঠে এসেছিল যে – দুই দেশের এই দুই শীর্ষ পদাধিকারীর কার্যকালয়ের মধ্যে নাকি যোগাযোগ হয়েছে। পাকিস্তানের সংবাদমধ্যম ‘ডন’-এ এই দাবি করা হয়েছিল। বলা হয়েছিল, সংবাদ সংস্থা রয়টার্সকে নাকি নিজে একথা জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দার! তিনি নাকি দাবি করেছিলেন, ভারতের অজিত ডোভাল ও পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে!

এদিনের সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে বিক্রম মিশ্রিকে প্রশ্ন করা হলে, তার জবাবে পূর্ব-উল্লেখিত মন্তব্যটি করেন তিনি।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিতে বুধবার (৭ মে, ২০২৫) ভোররাতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় প্রতিরক্ষাবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ন’টি ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর এদিন দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগের বিষয়টি সংবাদমাধ্য়মের একাংশে সামনে আনা হয়। যে সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে সাফ জানিয়ে দেন বিক্রম মিশ্রি।

বেশ কিছু সংবাদমাধ্যমে এমনও দাবি করা হয় যে – ভারত ও পাকিস্তানের মধ্যে এখনও কূটনৈতিক চ্যানেলগুলি খোলা রয়েছে। যদিও সেগুলি নাকি ‘ক্রাইসিস মোড’-এ রয়েছে! এমনকী, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ পর্যন্ত দাবি করেন, আমেরিকার নেতৃত্বে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা করা হচ্ছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *