ভারত-পাক সংঘাতের সময় ISI-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার জ্যোতির

Spread the love

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে তদন্ত চলছে। এই আবহে জানা গিয়েছে, ভারতের সন্ত্রাসবিরোধী অপারেশন সিঁদুরের সময় এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। এ ছাড়া অভিযানের সময় ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপের খবরও সে পাকিস্তানকে দিচ্ছিল।

নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিঁদুরের সময় ভারতের কয়েকটি জায়গায় ব্ল্যাকআউটসহ অনেক স্পর্শকাতর তথ্য পাকিস্তানকে দিচ্ছিল জ্যোতি। সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক এজেন্টের সঙ্গেও তার যোগাযোগ ছিল। বর্তমানে জ্যোতি পুলিশ হেফাজতে রয়েছে এবং বুধবার তার হেফাজত শেষ হচ্ছে। এরপর তাকে আদালতে হাজির করা হবে।

সূত্রের খবর, জ্যোতি এবং পাক হাই কমিশনের আধিকারিক দানিশের মধ্যে কথোপকথনের বিষয়ে পুলিশ কোনও তথ্য পায়নি ঠিকই, তবে পুলিশ জানতে পেরেছে যে অপারেশন সিন্দুরের সময় জ্যোতির সাথে তার যোগাযোগ ছিল। পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য জ্যোতির তিনটি ফোন এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। এ ছাড়া তার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও সংগ্রহ করছে পুলিশ।এদিকে জানা যায়, ২০২৪ সালের ২২ মে নিজের ইউটিউব অ্যাকাউন্টে (ট্রাভেল উইথ জো) একটি ভিডিয়ো পোস্ট করেছিল জ্যোতি। তাতে দাবি করেছিল যে নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ধরে হাওড়ায় এসেছিল। হাওড়ায় নামার পরে হলুদ ট্যাক্সিতে চেপে কলেজ স্ট্রিট হয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার ভিডিয়ো দেখিয়েছিল। তারপর শিয়ালদা স্টেশনে এসি ডরমেটরি বুক করার দৃশ্য দেখিয়েছিল।

দু’দিন পরে আরও একটি ভিডিয়ো আপলোড করেছিল জ্যোতি। ২৪ মে’র সেই ভিডিয়োর প্রথমটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে থেকে। এক যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দাবি করেছিল যে তিনি নাকি পশ্চিমবঙ্গেরই ছেলে। তাঁর সঙ্গে ট্যাক্সিতে করে পার্ক পার্কাসের একটি জনপ্রিয় বিরিয়ানি দোকানে যাওয়ার ভিডিয়ো করেছিল জ্যোতি। আরও কোথাও গিয়েছিল কিনা, তা অবশ্য দেখানো হয়নি।

তারপর ওই ভিডিয়োয় জ্যোতি দাবি করেছিল যে শিয়ালদা থেকে বিকানের দুরন্ত এক্সপ্রেস ধরেছে। তবে দুরন্ত এক্সপ্রেসের টিকিট কনফার্ম হয়নি বলে দাবি করেছিল। আরএসিতে গিয়েছিল। আর শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পরে নিজের ভিডিয়োয় বিধাননগর স্টেশন, দমদম স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশনের মতো জায়গার ছবি দেখিয়েছিল। দক্ষিণেশ্বর স্টেশন পেরিয়ে যে ব্রিজ পড়ে, সেটাও দেখিয়েছিল জ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *