ভিখারিনীর আবাস যোজনার বাড়ি আত্মসাতের অভিযোগ

Spread the love

ভিখারিনীর আবাস যোজনার ঘরের টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েতের আধিকারিকের বিরদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের

সাগরদিঘী ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের গৌরীপুর হালিমবাগ গ্রামের। জোৎসনারা বিবি নামে ওই মহিলা সাগরদিঘী বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জ্যোৎস্নারা বিবি জানিয়েছেন, তার মৃত স্বামী মোস্তফার নাম আবাস যোজনার সুবিধাপ্রাপকদের তালিকায় ছিল। কিন্তু সেই টাকা ওই অঞ্চলেরই মোস্তাফা নামে আরেক ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছে। মহিলার অভিযোগ, স্থানীয় পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের Executive Officer সাকিলুর রহমান এবং GRS মতিউর রহমান তাঁর মৃত স্বামীর আইডি ব্যবহার করে ওই টাকা মোস্তাফা নামে আরেক ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন। তার বিনিময়ে বখরা নিয়েছেন তাঁরা।

জ্যোৎস্নারা বিবি জানিয়েছেন, তাঁর পাঁচ সন্তান। ভিক্ষা করে কোনও ক্রমে তাদের মুখে দুবেলা খাবার তুলে দেন তিনি। এই অবস্থায় আবাস যোজনার ঘরটি পেলে তাঁর সুবিধা হত। নিশ্চিত হত মাথার ওপর একটা পাকা ছাদ।

রাজ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নতুন নয়। তৃণমূল তো বটেই, বিজেপি, কংগ্রেসের মতো দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও আবাসের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এক ভিখারিনীর আবাসের বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। পাটকেলডাঙা পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, সম্ভবত কোনও ভুল হয়েছে। এটা কোনও দুর্নীতি নয়। অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে এতদিন পরে কেন অভিযোগ উঠল তা নিয়ে উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *