ভিন ধর্মে বিয়ে করেছে বোন সোনাক্ষী!

Spread the love

অভিনেত্রী সোনাক্ষী সিনহা ২০২৪ সালে ভালোবেসে অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেছিলেন। সোনাক্ষী ভিন ধর্মে বিয়ে করার কারণে সেই সময় তা নিয়ে দারুণ চর্চা হয়েছিল। সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা এবং মা পুনম সিনহাকে তার বিয়েতে দেখা গিয়েছিল ঠিকই। কিন্তু অভিনেত্রীর দাদাদের তাঁর বিয়ের কোনও ছবিতে দেখা যায়নি। আর তা নিয়েও নানা খবর প্রকাশ্যে এসেছিল। দানা বেঁধে ছিল নানা বিতর্ক।

সম্প্রতি সেই সবটা নিয়ে সোনাক্ষী সিনহার দাদা কুশ সিনহা মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে, তিনি বোনের বিয়েতে উপস্থিত ছিলেন। এমন কী কুশ তাঁর ভগ্নীপতি জাহির ইকবালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে, তাঁর জাহিরের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

সোনাক্ষীর বিয়ে নিয়ে কী বললেন কুশ সিনহা?

জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশ এই প্রসঙ্গে বলেন, ‘আমি খুব সাধারণ ভাবে জীবনযাপন করি। আমি জানি সত্যিটা কি। তবে বাকিরা আমার সম্পর্কে অনেক কিছু ভাবতেই পারেন। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।’

বিয়েতে না থাকার কথা বলার প্রসঙ্গে কুশ প্রতিক্রিয়া জানিয়েছেন। কুশ বলেন, ‘আমি জানি তখন আলোচনা হয়েছিল, কিছু বিতর্কিত ঘটনাও ঘটছিল। আর আমি বলেছিলাম যদি কেউ এই বিষয়টি উত্থাপন করতে চায় তবে এটা তাঁদের এজেন্ডা। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’

কুশ আরও জানান যে, বোনের বিয়ের ছবিতে তাঁকে দেখা যায়নি বলে এই নয় যে তিনি বিয়ের অনুষ্ঠানে ছিলেন না। তিনি বলেন, ‘আমার মনে হয় না আমার সবাইকে সব কিছু দেখানোর দরকার আছে বলে।’

জহিরের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে কুশ সিনহা কী বলেছিলেন?

বোন সোনাক্ষী সিনহার স্বামী জহির ইকবালের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কুশ বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক ঠিক আছি। ওঁকে নিয়ে আমার কোনও আপত্তি নেই। আমরা ঠিক আছি।’

দাদা লাভ সম্পর্কে তিনি কী বলেন?

কুশ সিনহাকে তাঁর ভাই লবের বিষয়েও জানতে চাওয়া হয়। কারণ লবকেও বোনের বিয়েতে উপস্থিত থাকতে দেখা যায়নি। এই প্রসঙ্গে তিনি কিছুই বলেননি। তিনি জানান যে, তিনি তার ভাই লবের হয়ে কিছু বলতে চান না। তিনি বলেন, ‘আমি মনে করি প্রত্যেকেরই তাঁদের নিজস্ব মত আছে। যতক্ষণ তাঁরা তা সততার সঙ্গে করছে ততক্ষণ ঠিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *