ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর দিন শেষ হয়ে আসছে: ট্রাম্প

Spread the love

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মাদুরোর ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে আসছে। সিবিএস নিউজের সাথে এক সাক্ষাতকারে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প।এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী সামরিক হস্তক্ষেপ চালাবে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প তবে ‘যুদ্ধের’ আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন তিনি।  

রোববার (২ নভেম্বর) সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে এসেছে।’ সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন তিনি।  


এর আগে ভেনেজুয়েলায় ‘কথিত মাদকবাহী’ জাহাজে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। যা জাতিসংঘের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মার্কিন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।


এদিকে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধে নামছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, ‘আমি তা মনে করি না। সম্ভবত না।’

তবে মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যা, আমি তাই মনে করি।’

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, নার্কো-টেররিজম (মাদক সন্ত্রাস) এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ের অংশ হিসেবে ভেনেজুয়েলার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে মার্কিন বাহিনী।

যদিও ট্রাম্প সরাসরি এমন পরিকল্পনার কথা অস্বীকার করেছেন, তবে তিনি সম্ভাবনাটি পুরোপুরি নাকচও করেননি।

ট্রাম্প বলেন, ‘আমি বলব না যে আমি সেটা করব। আবার ভেনেজুয়েলা নিয়ে আমি কী করতে যাচ্ছি তা এখনই পুরোপুরি বলার সময় হয়নি।’


 অনেক আগে থেকেই মাদক পাচারের অভিযোগে নিকোলাস মাদুরোকে অভিযুক্ত করেছেন ট্রাম্প।  অপরদিকে মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রেজিম চেঞ্জের’ অভিযোগ এনেছেন।


মাদুরো বলেন, মাদক পাচারের অভিযোগের অজুহাতে ‘ক্ষমতার পালাবদল’ ঘটানোর মাধ্যমে ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে ডজনখানেক হামলা চালিয়েছে, যেখানে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এ অভিযান নিয়ে লাতিন আমেরিকার একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার টার্ক ও বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, এই হামলাগুলো যদি মাদক পাচারকারীদের লক্ষ্য করেও করা হয়ে থাকে তাও এগুলো ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ এর শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *