ভোটে দাঁড়াবেন সায়ক?

Spread the love

ছোটপর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী। বর্তামানে একাধিক মেগায় কাজ করছেন নায়ক। তাছাড়াও তিনি তাঁর জীবনের প্রতিদিনের নানা খুঁটিনাটি তাঁর বৃহত্তর পরিবার অর্থাৎ তাঁর অনুরাগীদের সঙ্গে ভ্লগের মাধ্যমে ভাগ করে নেন। তাই কাজ হোক বা ব্যক্তিগত জীবন সবটা নিয়ে অভিনেতা থাকেন চর্চায়। কিন্তু এই সব কিছুর মধ্যে কি কখনও রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর? এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন সায়ক।

২০২৬-এ বিধানসভা নির্বাচন, তার আগে এখন থেকে নানা দলের ভোটের প্রস্তুতি এক প্রকার শুরু হয়েছে। তার মধ্যে ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালিত হবে। এই আবহেই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক তাঁর রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে বলেন, ‘না! আমার কোনও আগ্রহ নেই। ভোট দিতে হবে, কারণ নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। আর তাঁর থেকেও বড় কথা, আমি রাজনীতি জানি না। তাই, যেটা জানি না, সেটায় না জড়ানোই ভালো।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই বাড়ির জন্য জমি কিনেছিলেন নায়ক। জমি কেনার খরচও সায়ক ভাগ করে নেন এক সংবাদমাধ্যমের কাছে। জানা যায়, বাইপাসের ধারে, পিয়ারলেস হাসপাতালের পাশে তিনি জমি কিনেছেন। সদ্য মায়ের নামে রেজিস্ট্রি করেছেন। তবে বাড়ির প্ল্যান আসতে লাগবে আরও মাস তিনেক। তারপরই বাড়ির কাজে হাত দেবেন। তা কত খরচ পড়ল? সায়ক জানালেন জমি কিনতে খরচ পড়েছে ৭৫ লাখ টাকা। তবে যেহেতু এটি কো-অপারেটিভের জমি, তাই ৯৯৯ বছরের লিজে নিয়েছেন।

তাছাড়াও ক’দিন আগেই সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী ও অভিনেত্রী সুস্মিতা দে-র ডিভোর্সের খবর আসে। যদিও ডিভোর্সের কারণ নিয়ে কেউই মুখ খোলেননি। সায়কও সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমে এই নিয়ে কথা বলা এড়িয়ে গিয়েছেন। সুস্মিতার সঙ্গে বন্ধুত্ব তাঁর অনেকদিনের।

কাজের সূত্রে, বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সায়ক। যদিও মাঝে বেশ কিছুবছর ছোট পর্দায় তাঁকে দেখা যায়নি। করোনা লকডাউন চলাকালীন শুরু করেন ভ্লগিং। এখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বড় ব্র্যান্ডের প্রোমোশন করেন নিত্য। সঙ্গে দুটো ধারাবাহিকের সঙ্গেও যুক্ত রয়েছেন। তুই আমার হিরো ও চিরসখা ধারাবাহিকের সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *