ভোরেই ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

Spread the love

ইসরাইলে ইরানের সবশেষ হামলার নানা তথ্য আসতে শুরু করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) ভোরে ইরানের হামলার খবর নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যার বেশিরভাগ প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

কিন্তু কিছু মিসাইল ‘প্রভাব ফেলেছে’ বলে স্বীকার করেছেন আইডিএফের একজন মুখপাত্র। খবর বিবিসি’র।

এর মধ্যেই ইসরাইলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। 

ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয় আল জাজিরা’র প্রতিবেদনে।

এর আগে ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে, কেন্দ্রীয় উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বলা হয়েছিল, যা একটি ‘সংবেদনশীল স্থানকে’ লক্ষ্য করে আঘাত হানে বলে জানানো হয়। 

এছাড়া তেহরানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইরান। সোমবার (১৬ জুন) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদির বরাত দিয়ে আইআরএনএ জানায়, ইরানের রাজধানী তেহরান ও আলবোর্জ প্রদেশে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে মোসাদের দুই এজেন্টকে গ্রেফতার করা হয়। 

আইআরএনএ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *