মঙ্গলবার মধ্যরাত পার করতেই ভারতের তরফে পাকিস্তানের জঙ্গি শিবির টার্গেট করে চলে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার দাপুটে এই স্ট্রাইক নিয়ে বেলা গড়াতেই মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কিছুদিন আগেই এক সভায় তিনি পহেলগাঁও পরবর্তী ভারত-পাক সংঘাত প্রসঙ্গে বলেছিলেন,’আপনারা যা চাইছেন তাই হবে’। সেই বার্তার কিছুদিন পরই পাকিস্তানের পর পর জঙ্গি শিবিরের হামলা চলে ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে। কোন নীতিতে এই স্ট্রাইক হয়েছে? মুখ খুললেন রাজনাথ।
বুধবার রাজনাথ সিং ‘বিআরও’র প্রকল্প সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বক্তব্যের শুরুতেই তিনি ভারতীয় সেনার এই অপারেশন ঘিরে প্রশংসা ব্যক্ত করেন। বক্তব্যের শুরুতেই বলেন,’আপনারা সকলেই জানেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে ভারতীয় সেনা, সব ভারতবাসীর মস্তক উঁচু করেছে।’ সঙ্গে সঙ্গে পড়ে করতালি। সকলকে উঠে দাঁড়িয়ে তিনি দেশের সেনার উদ্দেশে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ার অনুরোধ করেন। তিনি নিজেও তা দেন। এরপরই তিনি এই অপারেশন সম্পর্কে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহের প্রাণ কেড়েছিল জঙ্গিরা। এরপরই সেনাকে ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। ৬-৭ মের রাতে ভারতীয় সেনা নামে অভিযানে। পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের,’অপারেশন সিঁদুর’। সেই অপারেশন সিঁদুর কোন নীতিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে, তার কথা এদিন জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রাজনাথের সাফ বার্তা,’ আপনারা সকলেই জানেন,কাল রাতে ভারতীয় সেনা তার অদ্ভূত শৌর্য আর পরাক্রমের পরিচয় দিয়ে একটা নতুন ইতিহাস রচনা করেছে। ভারতীয় সেনা সঠিকতা, সতর্কতা, সংবেদনশীলতা নিয়ে পদক্ষেপ করেছে।’ প্রতিরক্ষামন্ত্রী বলেন,’আমরা যে লক্ষ্য স্থির করেছিলাম, তা ঠিক সময়ে পরিকল্পনামাফিক কার্যকরী করেছে।’তিনি বলেন,’কোনও নাগরিক ঠিকানা, জনগণকে একটুও প্রভাবিত হতে না দেওয়ার সংবেদনশীলতাও দেখিয়েছে সেনা।’
রাজনাথ বলেন,’ একদিক থেকে দেখলে আমরা বলতে পারি, এক ধরনের সঠিকতা, সতর্কতা, মানবিকতা আমাদের ভারতীয় সেনার জওয়ানরা দেখিয়েছে। আমি দেশের তরফে সেনাকে সাধুবাদ দিই। সেনাকে এই বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে চাই।’
এরইসঙ্গে রাজনাথ সিং বলেন,’ আমরা হনুমানজির সেই আদর্শের পালন করেছি, যা উনি অশোক বটিকা উপড়ে ফেলার সময় করেছিলেন।’ এরপই রাজনাথ সিং,‘যিন মোহি মারা, তিন মোহি মারে..’র লাইনটি উল্লেখ করেন। অর্থাৎ ‘যে আমায় মেরেছে, তাকে আমি মারব’। এটি উল্লেখ করে রাজনাথ বলেন, ‘আমরা তাদেরই মেরেছি, যারা আমাদের নিরীহদের মেরেছে।’