মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী ১ মার্চ থেকে রোজা শুরু হবে বলে আশা করা হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন।আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল সেন্টার জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের সুনির্দিষ্ট গণনার ভিত্তিতে চলতি বছরের ১ মার্চ শনিবার রমজানের প্রথম দিন হবে বলে আশা করা হচ্ছে। তবে বিষয়টি চাঁদ দেখার ওপরই নির্ভর করছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেন, ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং দক্ষিণ ইউরোপে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যাবে। তবে আমেরিকার বিশাল অংশজুড়ে খালি চোখেই দেখা যাবে।
তিনি আরও বলেন, আশা করা হচ্ছে ইসলামি বিশ্বে চাঁদ দেখা যাবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)।