‘মন কি বাত’-এ জোরালো বার্তা মোদীর

Spread the love

‘সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবিও।’ এভাবেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর প্রথম ‘মন কি বাত’। স্বাভাবিকভাবেই ভারত-পাক দ্বন্দ্বের পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই নিয়ে প্রধানমন্ত্রী বার্তার জন্য অপেক্ষারত ছিল গোটা দেশ। আর প্রত্যাশা মতোই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২২তম পর্বে অনেকটা জুড়ে থাকল ভারত জঙ্গিদমন অভিযানের সাফল্য। প্রধানমন্ত্রী জানান, সেনার বীরত্ব তো বটেই অপারেশন সিঁদুর একই সঙ্গে ‘মেড ইন ইন্ডিয়া’র শক্তির পরিচায়ক।

প্রধানমন্ত্রী মোদী বলেন,’আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ক্রুদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।আজ গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নিজেদের পরিবারের অঙ্গ হিসাবে যুক্ত করে নিয়েছেন।’ তিনি উল্লেখ করেন, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সংকল্প, সাহস এবং নবজাগরণের প্রতীক। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য বীরত্ব গোটা দেশবাসীকে গর্বিত করেছে এবং দেশজুড়ে তেরঙ্গা যাত্রা ও জনসমাবেশের মাধ্যমে এক অনন্য দেশাত্মবোধের আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক। যে দক্ষতায় নির্ভুলভাবে ভারতীয় সেনা জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেটা অকল্পনীয়। এই অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন উৎসাহ এবং সাহস জোগাবে ভারতকে।’

একই সঙ্গে পহেলগাঁও হামলার নিহতদের পরিবারকেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারকে আশ্বস্ত করছি যে তারা ন্যায়বিচার পাবেনই। এই হামলার ষড়যন্ত্রকারী এবং অপরাধীদের কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে।’ তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিক বছরগুলিতে কাশ্মীরে ব্যাপক উন্নতি হয়েছে। পর্যটন বাড়ায় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।পহেলগাঁওয়ে হামলা ছিল ওই অঞ্চলের অগ্রগতি ব্যাহত করার প্রচেষ্টা।

প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘অপারেশন সিঁদুরে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রশস্ত্র এই দেশের মাটিতেই তৈরি। আমাদের সেনার, ইঞ্জিনিয়রদের, টেকনিসিয়ানদের, এই দেশের রক্ত-ঘামের পরিচায়ক এই সাফল্য।’তাঁর কথায়, ‘আমাদের জওয়ানরা বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছেন। এটা তাঁদের অদম্য সাহসিকতার যেমন প্রমাণ, তেমনি আধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি এবং সমরসজ্জার শক্তি। আত্মনির্ভর ভারতের সংকল্পও প্রকাশ্যে এসেছে। আমাদের ইঞ্জিনিয়র থেকে টেকনিসিয়ান, অপারেশন সিঁদুরের সাফল্যের নেপথ্যে সকলের ঘাম মিশে আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *