মমতার মাথা ঢাকা ছবি দিয়ে ইদের শুভেচ্ছা জানাল বঙ্গ BJP

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বকরি ইদের শুভেচ্ছা জানাল বঙ্গ বিজেপি। শনিবার সকালে বঙ্গ বিজেপির ‘এক্স’ অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করা হয়। সেখানে তাঁর মাথায় আচ্ছাদন দেখা গিয়েছে। আর দু’হাত জড়ো করে যেমন হাত রাখা হয়, সেরকম ভঙ্গিমায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। আর সেই ছবির উপরে বঙ্গ বিজেপির তরফে ‘ইদ মোবারক’ লেখা হয়েছে। সেইসঙ্গে ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘যাঁরা উদযাপন করেন, তাঁদের সকলকে ইদ মোবারক।’

শুভেন্দুর ছবি দেখিয়ে পালটা নেটপাড়ার

আর সেই পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এরকম কোনও পোস্ট করা না হলেও নেটিজেনদের একাংশ আবার পুরো ঘটনার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতাকে টেনে এনেছেন। তাঁর পুরনো ছবি পোস্ট করেছেন নেটিজেনগের একাংশ। যে সব ছবিতে শুভেন্দুর মাথায় রুমালের মতো কাপড় দেখা গিয়েছে। আর মমতার মতো দেখা গিয়েছে শুভেন্দুর হাতের ভঙ্গিমা।

‘ইদ-উল-আজহার শুভেচ্ছা’ জানিয়েছেন মোদী

যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ওই ছবি পোস্ট করা নিয়ে কোনও মন্তব্য করেনি বঙ্গ বিজেপিও। এমনিতে আজ বকরি ইদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি বলেন, ‘ইদ-উল-আজহার শুভেচ্ছা। আজকের দিনটা আমাদের সমাজের সম্প্রীতিকে আরও বাড়িয়ে তুলুক করুক এবং শান্তির বুননকে আরও শক্তিশালী করে তুলুক। সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছি।’

বকরি ইদের শুভেচ্ছা জানান মমতা, অভিষেকও

বকরি ইদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী বলেন, ‘সকলকে জানাই ইদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা। ইদ মোবারক।’ একইভাবে ডায়মন্ড হারবারের সাংসদ বলেছেন, ‘ইদ-উল-আজহা উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইদ মোবারক।’

আজকের দিনে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। দক্ষিণ কলকাতার চেতলায় ইদের নমাজের পরে ফিরহাদ জানিয়েছেন, পুরো বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত যে সব অশান্তি চলছে, তাতে যাতে ইতি পড়ে যায়, সেজন্য প্রার্থনা করেছেন আজ।

‘ভারতের জন্য দোয়া করেছেন’, বললেন ফিরহাদ

তিনি আরও বলেন, ‘মানুষ যাতে একসাথে আনন্দের সঙ্গে থাকতে পারে, তার জন্য দোয়া চাইলাম। আমাদের দেশ ভারতবর্ষ যাতে শান্তিতে থাকতে পারে, আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু দিয়ে তাকাতে না পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *