জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তের হাত ভেঙে গিয়েছে। তা তিনি সমাজমাধ্যমের পাতায় তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি বুধবার একটি পোস্টের মাধ্যমে তা জানিয়েছিলেন। তাঁর সেই পোস্ট দেখে এক নেটিজেন অশ্রাব্য ভাষায় তাঁকে আক্রমণ করতেই কড়া জবাব দিলেন ঝিলম।
বুধবার তাঁর হাত ভাঙার ছবি পোস্ট করে ক্যাপশনে মজা করে ঝিলম লিখেছিলেন, ‘আচমকা আঘাত পেলে লোকের প্যান্ট হলদে হয়ে যায়, আমার হাত গ্রে হয়ে গিয়েছে গাইজ। পড়ে গিয়েছি। কাঁধের হাড় অন্যের কাঁধে মাথা রেখে কাঁদবে বলে চলে যাচ্ছিল। আমি অনেক বুঝিয়ে ওকে রেখেছি। নার্ভ আঘাত পেয়ে কাঁদতে গিয়ে আমারই শরীরের কিছু টিস্যুকে টিস্যু পেপার ভেবে ছিঁড়ে নিয়েছে। তাই কেউ আমাকে ফোনে মেসেজে না পেলে বুঝবেন আমার হাতে যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা কমলেই আমি কন্ট্যাক্ট করে নেবো।’
ঝিলমের এই পোস্ট দেখে তাঁর অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করেছেন। কিন্তু এর মাঝেও এক নেটিজেন তাঁকে কটূক্তি করে লেখেন, ‘একদম বেশ হয়েছে, পিছন পাকাদের ওরকম একটু হয়, মহিলা বলে তো মনে হয় না, পুরুষও নয়, তাহলে কি তার মাঝামাঝি কিছু??? রকে বসে আড্ডা দেওয়া লোফারদের মতো ভাষা আর উচ্চারণ, ছিঃ।’

নেটিজেনের এই মন্তব্য দেখেই ভদ্র অথচ কড়া ভাষায় জবাব দিলেন ঝিলম। তিনি লেখেন, ‘আপনাকে আমি ব্লক করব না। আপনি হয়তো আমাকে ব্লক করে দেবেন। কিন্তু আপনার মতো লোকেরা আমায় যত ঘৃণা করেন, আমার তত উন্নতি হয়, আমি খেয়াল করে দেখেছি। আপনার প্রোফাইল দেখলাম। আপনি নিজেকে লেখক, গায়ক, দার্শনিক ইত্যাদি বলেছেন। কিন্তু আমার মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশুনার জার্নিতে কোন লেখক বা দার্শনিকের এই ভাষা দেখিনি। অবশ্য এটাও দেখলাম, আপনাকে কেউ পাত্তা দেয় না। কোনও পোস্টেই লাইক নেই। পারলে আমাকে ব্লক করবেন। না হলে আমার উত্তরোত্তর উন্নতি দেখলে আপনাকেই কষ্ট পেতে হবে। আমি আপনার শুভানুধ্যায়ী।’