অতিরিক্ত পারিশ্রমিক, ৮ ঘন্টা কাজ করার সময়সীমা দিয়ে দিয়ে দেওয়ায় দীপিকার সঙ্গে কাজ করতে অস্বীকার করেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সন্দীপের আগামী সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে, তৃপ্তিকে। কিন্তু দীপিকা এবং সন্দীপের মধ্যে চলতে থাকা এই সমস্যায় যেমন অনেকে দীপিকার হয়ে মুখ খুলেছেন তেমন এবার পরিচালকের হয়ে মুখ খুললেন রশ্মিকা মন্দানা।
সম্প্রতি একটি সাক্ষাৎকার চলাকালীন সিদ্ধার্থ কান্নারকে রশ্মিকা সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং সুকুমার, এই দুই পরিচালকের কথাই উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি এই দুই পরিচালকের সঙ্গে কাজ করেই ভীষণ খুশি। দুজনেই নারীদের সম্মান করতে জানেন।
রশ্মিকা বলেন, ‘সুকুমার এবং সন্দীপ দুজনের মধ্যেই আমি নারীদের প্রতি শ্রদ্ধা লক্ষ্য করেছি। একজন অসহায় নারী নয়, বরং এই দুই পরিচালকের সিনেমায় নারী চরিত্রে সবসময় শক্তিশালী রূপ পায়। গীতাঞ্জলি অথবা শ্রীবল্লবী, এই দুটি চরিত্রই জানে রণবিজয় অথবা পুষ্পা শত শত মানুষকে হত্যা করেছে, কিন্তু তারপরেও তাদের সামনে দাঁড়িয়ে থাকতে বিন্দুমাত্র ভয় পায়নি নারীচরিত্র।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি যেহেতু এই ২ পরিচালকের সঙ্গেই কাজ করেছি এবং দুটি চরিত্রেই কাজ করেছি তাই আমি বুঝেছি, ওঁরা নারীদের কতটা শ্রদ্ধা করেন। ওঁদের ছবিতে নারীরা কোনও অসহায় নারী নয়, এমন নারী চরিত্র হয়ে ওঠেন যাদের সাহায্যের প্রয়োজন হয় না বরং তারা নিজেরাই অন্যের সঙ্গে লড়াই করতে পারে। তাই আমার মনে হয় এই দুই পরিচালকের সঙ্গে কাজ করা সম্মানের।’প্রসঙ্গত, আপাতত সন্দীপের ‘স্পিরিট’ ছবিতে ৮ লক্ষের বিনিময়ে কাজ করতে রাজি হয়েছেন তৃপ্তি। এর আগে পরিচালকের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবিতেও কাজ করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে ছবি থেকে দীপিকার সরে যাওয়ার পর ছবির স্ক্রিপ্ট লিক হওয়ায় ক্ষুব্ধ পরিচালক দোষারোপ করেন দীপিকাকে, যদিও আদৌ কি ঘটনা ঘটেছে তা কেউ জানে না।