মহিলাদের সঙ্গে রাতভর নাচ! পদ খোয়ালেন DYFI নেতা?

Spread the love

ব্যাকগ্রাউন্ডে বাজছে শোনা যাচ্ছে গান। তার তালে তাল মিলিয়ে চলছে উদ্দাম নাচ। নৃত্যরত নারী-পুরুষরা সকলেই বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নেতা ও কর্মী! আর, যেখানে রাতভর এই নেত্য চলেছে বলে খবর, সেটি সংগঠনের নিজস্ব কার্যালয়। এই ঘটনা নাকি ঘটেছে বাঁকুড়ার ডিওয়াইএফআই কার্যালয়ে। সেই নৃত্যকলার নমুনা ভিডিয়ো আকারে (যার সত্যতা হিন্দুস্তান টাইমস বাংলা যাচাই করেনি) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু বিড়ম্বনা। বলা হচ্ছে, এই কাণ্ডের জন্যই নাকি পদ খোয়াতে হয়েছে ডিওয়াইএফআই নেতা শুভেন্দু মণ্ডলকে।

তথ্য বলছে, গত ৫-৬ মে (২০২৫) বাঁকুড়ার ইন্দাসে জেলা সম্মেলনে যোগ দেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তার ঠিক আগেই এই নাচের ভিডিয়ো সামনে আসে বলে একাংশের দাবি। সেই ভিডিয়োয় ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সদস্য শুভেন্দু মণ্ডল ছাড়াও বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য অভীক মিশ্রকে দেখা গিয়েছে।

এরপর বাঁকুড়া জেলা সম্মেলন থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই সময়েই সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি পদ হারান শুভেন্দু। যদিও এখনও সিপিআই(এম)-এর জেলা কমিটি এবং দলের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটিতে রয়েছেন তিনি। ডিওয়াইএফআই-এর নয়া জেলা সম্পাদক এবং জেলা সভাপতি করা হয়েছে – যথাক্রমে – সঞ্জয় মান্ডি ও নীলাদ্রিশেখর সার্বভৌমকে।

দলেরই একটি সূত্র জানাচ্ছে, অনেকেই নীলাদ্রিশেখরের সভাপতি হওয়াটা মেনে নিতে পারছেন না। কিন্তু, বর্তমান প্রেক্ষাপটে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। সঞ্জয় মান্ডিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বলে খবরে প্রকাশ। তবে, যে ভিডিয়ো নিয়ে এত কাণ্ড, সেটি দলের কোনও এক কর্মী ফেসবুকে পোস্ট করলেও, কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *