মাঝ সমুদ্রে ওমানগামী ভেসেলে ভয়াবহ আগুন

Spread the love

মাঝ সমুদ্রে ওমানগামী ভেসেলে ভয়াবহ আগুন। ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ ৷ ভেসেলে থাকা ১৪ জন ভারতীয় ক্রু সদস্যকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করল ভারতীয় নৌবাহিনী৷ তড়িঘড়ি ভারতীয় নৌবাহিনীর উদ্ধার বড় বিপদ থেকে রক্ষা করেছে।

জানা গিয়েছে, ওমানগামী ওই ভেসেলে ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন ক্রু সদস্য ছিলেন। রবিবার এমটি ই চেং ৬ নামের ওই ভেসেলটি গুজরাটের কান্দলা থেকে ওমানের শিনাসে যাওয়ার উদ্দেশ্য যাত্রা শুরু করছিল। তখনই মাঝ সমুদ্রে থাকাকালীন ভেসেলের ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন লেগে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সেই সময়ে দুর্যোগের ডাকে সাড়া দিয়ে, ওমান উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযানের জন্য মোতায়েন ভারতীয় নৌবাহিনীর দল তাৎক্ষণিক সহায়তা প্রদান করে। না হলে ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারত।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছেন, তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আসে। ভেসেলে ১৪ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রু সদস্য ছিলেন। ভারতীয় বাহিনীর তৎপরতায় কারো কোনও ক্ষতি হয়নি। এ বিষয়ে নৌবাহিনীর মুখপাত্র এক্স পোস্টে বলেছেন, ‘ওমান উপসাগরে মোতায়েন করা মিশন, আইএনএস তাবার, ২৯ জুন পুলাউ-পতাকাবাহী এমটি ই চেং ৬ মাঝ সমুদ্রে একটি ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল। ভেসেলটি ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন ক্রু সদস্যদের নিয়ে ভারতের কান্দলা থেকে ওমানের শিনাসে যাচ্ছিল। তখনই ভেসেলটির ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন লেগে যায়। এবং সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়। ১৩ জন ভারতীয় নৌসেনা সদস্য এবং ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারের ৫ জন ক্রু সদস্য বর্তমানে এই অগ্নিনির্বাপণ অভিযানে জড়িত, ভেসেলের আগুনের তীব্রতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।’

তবে মাঝ সমুদ্রে বিদেশী ভেসেলগুলির বিপদে এগিয়ে আসা ভারতীয় নৌবাহিনীর সৌজন্যমূলক পদক্ষেপের ঘটনা এই প্রথম নয়। তারা বরাবরই এই ধরনের ঘটনায় সক্রিয়ভাবে কাজ করে। জানা গিয়েছে ওই অগ্নিনির্বাপক দল ক্ষতিগ্রস্থ ভেসেলের সরঞ্জামগুলি নৌকা এবং হেলিকপ্টারে করে অন্য ভেসেলে স্থানান্তরিত করেছে।

উল্লেখ্য, চলতি মাসেই কেরলের কোচি উপকূল থেকে ৭৮ নটিকাল মাইল দূরে একটি কন্টেনার বোঝাই জাহাজে বিস্ফোরণ হয় এবং আগুন লাগে ৷ সিঙ্গাপুরের এনভি ওয়ান হাই ৫০৩ জাহাজটি কলম্বো থেকে মুম্বই যাচ্ছিল ৷ জাহাজে ২২ জন কর্মী ছিলেন ৷ বিপন্ন জাহাজটি থেকে সাহায্য চেয়ে জরুরিভিত্তিতে ফোন আসে ভারতীয় নৌবাহিনীর কাছে ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারে নেমে পড়ে নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনী ৷জাহাজে থাকা চিনের ১৪ নাগরিককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে ভারতীয় নৌ-বাহিনী ৷ তাদের নাগরিকদের প্রাণ বাঁচানোয় ভারতকে কৃতজ্ঞতাও জানায় চিন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *