মাত্র ৪ মিনিটে উড়ান দেওয়ার পর হঠাৎ বাঁ দিকে হেলে ভেঙে পড়ল

Spread the love

মাত্র ৪ মিনিটে উড়ান দেওয়ার পর হঠাৎ বাঁ দিকে হেলে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানটি।বোয়িং ৭৮৭ লন্ডনগামী বিমানটি কয়েক সেকেন্ডে পুড়ে ছাই হয়ে গেল।বিমানে ছিল ২৩০ জন যাত্রী। ভস্ম সবাই।তবে একজন তার মধ্যে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছেন।কথায় আছে ‘রাখে হরি মারে কে?’একদমই ঠিক।ভয়াবহ বিমান দুর্ঘটনার মধ্যে এক যাত্রী সামান্য মাত্র চোট পেয়েছেন।এমনকি তিনি নিজে হেঁটে হেঁটে যাচ্ছেন ও অ্যাম্বুলেন্সে নিজেই উঠে বসলেন।এই ভিডিও দেখে যেন বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। কিভাবে সম্ভব? সত্যিই এই ঘটনা মিরাক্কেল।যা অভাবনীয়।যাত্রীর এই ভিডিওটি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, তিনি যাচ্ছিলেন লন্ডনে।সেখানে তার স্ত্রী, সন্তান রয়েছে। ২০ বছর ধরে লন্ডনে থাকেন তিনি।আজ দুপুরের বিমানে লন্ডনে যাওয়ার জন্য রওনা হন।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ান দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এর এআই ১৭১ বিমানটি। আহমেদাবাদ থেকে ব্রিটেনের গ্যাটউইক যাওয়ার কথা ছিল। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। হাসপাতালের হোস্টেলে ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। উপরে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় চিকি‍ৎসকদের একটি হোস্টেলের উপরে ভেঙে পড়ে। বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিকের পাশাপাশি সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছিলেন।বাকি সব ভারতীয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় রমেশ ছাড়া একজনও যাত্রী বেঁচে নেই। সূত্রের খবর,কাগজ পত্রের নানা জটিলতা মিটিয়ে ছোট তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে লন্ডনে যাচ্ছিলেন ডাক্তার প্রতীক জোশী,তারা সেখানে পাকাপাকিভাবে থাকতে যাচ্ছিলেন,গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী,সদ্য বিয়ে হওয়া নববধূ খুশবু রাজপুরোহিত,যিনি লন্ডনে তার স্বামীর কাছে যাচ্ছিলেন সংসার শুরু করতে এছাড়াও ১২জন বিমানসেবিকা সহ মোট ২২৯ জন এয়ার ইন্ডিয়ার বিমানে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *