মাথায় বড় বড় চুল, গায়ে সাধারণ টি-শার্ট! জিয়াগঞ্জের মাঠে এমন কী করছিলেন গায়ক?

Spread the love

নিজেকে প্রচারের আলো থেকে ঠিক কতটা দূরে রাখেন অরিজিৎ সিং, তা হয়তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। জিয়াগঞ্জের ছেলে তিনি। এখনও সেখানেই তাকে গায়কের পরিবার। আর গাবের রেকর্ডিং, শো থেকে ছুটিছাটা পেলে, তাই ছুটে আসেন সেই জিয়াগঞ্জেই।

সম্প্রতি ভাইরাল হয়েছে অরিজিৎ সিং-এর একটি ভিডিয়ো। যেখানে দেখা গেল, নিজের এলাকারই একটি মাঠে ক্রিকেট খেলছেন তিনি। সেই মাথায় ঝাকরা ঝাকরা চুল, গায়ে ধূসর রংয়ের টি-শার্ট। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দৌড়ে গিয়ে বল ছুঁড়ে দিলেন কারো দিকে। আর তারপরই বুঝতে পারেন যে, কেউ তাঁকে ক্যামেরবন্দি করছে। সঙ্গে সঙ্গেই খাপ্পা অরিজিৎ। হাত-পা নেড়ে কিছু বলতেও দেখা গেল। স্পষ্টতই বেশ অসন্তুষ্ট তিনি এভাবে লুকিয়ে লুকিয়ে তাঁর ভিডিয়ো তোলা নিয়ে।

২০০৫ সালে ফেম গুরুকুলে গান গেয়ে অরিজিৎ এসেছিলেন প্রচারের আলোতে। যদিও সেই রিয়েলিটি শো জিততে পারেননি। তবে হাল ছাড়েননি। এরপর লম্বা সময় সুরকার প্রীতমের সহকারী হিসেবে কাজ করেন। সামান্য মধ্যবিত্ত পরিবারের ছেলে অরিজিৎ রাত কাটাতেন স্টুডিয়োতেই। অরিজিৎ সিং এর প্রথম প্লেব্যাক ছিল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মার্ডার ২-র জন্য ফির মহব্বত। এরপর একে একে সাংহাই-এর ‘দুয়া’, এজেন্ট বিনোদের ‘রাবতা’ এবং ১৯২০: ইভিল রিটার্নস থেকে ‘উসকা হি বানা’ দিয়ে জিতে নিতে থাকেন শ্রোতার মন। ২০১৩ সালে আশিকি ২ -এর ‘তুম হি হো’ এবং ‘চাহু ম্যায় না’ আরও বাড়ায় জনপ্রিয়তা।

বর্তমান সময়ে সোনু নিগম, শান-এর মতো গায়কদেরও পিছনে ফেলেছেন। ভারতের নম্বর ১ প্লেব্যাক সিঙ্গারের অঘোষিত তাজ এখন অরিজিতের মাথাতেই। মালিকও কয়েক কোটির। তবে তা গায়কের সাধারণ জীবনযাপন দেখে বোঝা মুশকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *