মাথা ভরা সিঁদুর! কানে সাদা শাড়িতে অপরূপা ঐশ্বর্য

Spread the love

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে বলিউডের অনেক বড় বড় ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। তবে ফ্যানদের সবচেয়ে বেশি অপেক্ষা ছিল ঐশ্বর্য রাইয়ের কান লুকের জন্য। ফ্যানদের এই অপেক্ষা এখন শেষ হয়েছে। ঐশ্বর্য রাইয়ের কান চলচ্চিত্র উৎসবের লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কানে রাই-সুন্দরী নজর কেড়েছেন একেবারে দেশি আঙ্গিকে। তাঁর লুক সোশ্যাল মিডিয়াতে বহুল প্রশংসিত।

সাদা বেনারসিতে ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন পরেছিলেন সাদা রঙের বেনারসি। শাড়ির সঙ্গে ঐশ্বর্য পেয়ারআপ করেন এমেরাল্ড পিঙ্ক জুয়েলারি। ঐশ্বর্য রাইয়ের ডিজাইনার শাড়িটি তৈরি করেছেন মণীশ মালহোত্রা।

তবে বচ্চন-বধূর যে জিনিসটা সবার নজর কেড়েছে তা হল সিঁথি ভরা সিঁদুর। যা গোটা সাজটাই বদলে দিয়েছিল।

শাড়ির সঙ্গে ম্যাচিং দোপাট্টা

ঐশ্বরিয়া শাড়ির সঙ্গে বেছে নিয়েছিলেন সাদা রঙেরই ফুল স্লিভ ব্লাউজ। একই সঙ্গে তিনি শাড়ির সঙ্গে ম্যাচিং ওড়নাও ক্যারি করেছিলেন। মেকআপও একেবারে সামান্য রেখেছিলেন অভিনেত্রী। ন্যুড মেকআপের সঙ্গে ব্রাউন লিপস্টিক লাগিয়েছিলেন।

ঐশ্বর্যর গলায় ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবির হার

ঐশ্বর্য রাই বচ্চনের গলায় থাকা হারটি ২৯০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি করা। ডিজাইনার মণীশ মলহোত্রা। এই স্টেটমেন্ট পিসটির সঙ্গে ৩০ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি একটি নেকলেস ব্যবহার করা হয়েছিল, যাতে ছিল হিরা বসানো। সঙ্গে নজর কাটে রাই-সুন্দরীর রেনেসাঁ অফ রুবিস স্টেটমেন্ট আংটিটিও।

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তেজিত ঐশ্বর্যকে দেখে। ‘কানের রানি’ তকমা দেওয়া হচ্ছে তাঁকে। একজন মন্তব্য করলেন, ‘উফফফ এই সিঁদুরটা! সবটা বদলে দিল।’ দ্বিতীয়জন লেখেন, ‘আসল রানি। কোনো তুলনা হয় না’। তৃতীয়জনের মন্তব্য, ‘সাদা শাড়িতেও কীভাবে কাওকে এত সুন্দর লাগতে পারে। আমি ভাষা হারিয়েছি।’ চতুর্থজনের মন্তব্য, ‘আরেকটা জিনিস ফাইনাল, ডিভোর্সটা হচ্ছে না’।

২০২৩-২৪ সাল রীতিমতো উত্তাল ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের ডিভোর্স-জল্পনা ঘিরে। অবশ্য, মাঝে রাই সুন্দরীকেও দীর্ঘ সময় বর বা শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে দেখা যায়নি জনসমক্ষে। বিয়েবাড়ি হোক বা ঘুরতে যাওয়া, সবটাই করতেন মেয়েকে নিয়ে। যা রীতিমতো ডিভোর্স জল্পনায় আগুনে ঘি-এর কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *