মাদকাসক্ত ছিলেন ‘স্কুইড গেম’ অভিনেতা

Spread the love

সাফল্যের মোড়কে ভরপুর ছিল ‘স্কুইড গেম’ সিনেমাটি। ধামাকা সৃষ্টি করেছে ‘স্কুইড গেম ২’। এরপর আসছে এর তৃতীয় কিস্তি। এর প্রকাশিত ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।প্রাক্তন বিগব্যাং সদস্য টিওপি ‘স্কুইড গেম ২’ সিরিজের থ্যানোস চরিত্রে অভিনয় করে সাফল্য পান। তার আসল নাম চোই সেউং হিউন। কোরিয়ান এই তারকা নিজের অতীতের অন্ধকার জীবনের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। মাদক গ্রহণের দায়ে দীর্ঘদিন শোবিজ থেকে দূরেও ছিলেন টিওপি।


তবে ‘স্কুইড গেম’ সিজন ২-এর সাফল্যে ভর করে আবার নিজের অবস্থান ফিরে পেয়েছেন তিনি। তার দাবি, ‘থ্যানোস’ চরিত্রে অভিনয় বদলে দিয়েছে টিওপিকে।


২০২৩ সালে বিগব্যাং ছেড়ে দেয়া টিওপি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, থ্যানোস চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিলে গেছে। চরিত্রটি একটি ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারিতে সর্বস্বান্ত এক ব্যর্থ র‍্যাপার। সে শেষ পর্যন্ত ড্রাগে জড়িয়ে পড়েন।

টিওপি বলেন, ‘এই চরিত্রটি তৈরি করার সময় আমি আমার অতীতের অনেক কিছু নিয়ে ভাবার সুযোগ পেয়েছি। এটা ছিল অনেক সাহসিকতার কাজ, কারণ থ্যানোস একজন মাদকে আসক্ত ব্যক্তি। কিন্তু পরিচালকের আস্থা ও সমর্থনে আমি চরিত্রটিতে ডুবে যেতে পেরেছি। এই চরিত্রের মধ্য দিয়ে আমি শিখেছি সময় হয়েছে নতুন অধ্যায়ে প্রবেশ করার। এগিয়ে যাওয়ার।’


সাক্ষাৎকারে নিজের অতীতের ভুল স্বীকার করে টিওপি বলেন, ‘আমি জানি আমি ভুল করেছি। কিন্তু জীবন থেমে থাকে না। আমি আমার ভক্তদের সামনে নিজের এই গল্প বলছি, কারণ আমি সত্যিই এগিয়ে যেতে চাই।’


টিওপি’র এই খোলামেলা স্বীকারোক্তি মন ছুঁয়েছে ভক্তদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ও যে এই কথা ভক্তদের সামনে বলেছে, সেটাই প্রমাণ করে সে সত্যিই বদলাতে চায়।’ কেউ লিখেছেন, ‘টিওপি আবার উঠে দাঁড়িয়েছে। এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *