মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে কটাক্ষ করলেন জিতু?

Spread the love

২ মে, সত্যজিৎ রায়ের জন্মদিন। মানিকবাবুর জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন জিতু কমল। ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। জিতুর অভিনয় থেকে মেকআপ, সবকিছুই হয়েছিল প্রশংসিত। তবে আজ সত্যজিৎ রায়ের প্রসঙ্গে নয়, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ ছবি নিয়ে কথা বললেন জিতু।

জিতু যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেটি মূলত ইউটিউবার তথা লেখক, ডিরেক্টর তথা ফিল্ম সমালোচক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তৈরি করা। ভিডিয়োয় ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ ছবির রিভিউ নয়, বরং অরিত্র বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু কথা বলেছেন জিতু।

প্রথমেই জিতু বলেন, খালি গায়ে ভিডিয়ো তৈরি করতে পারতেন তিনি কিন্তু সভ্যতার খাতিরে একটি কালো জামা পরে ক্যামেরার সামনে এসেছেন তিনি। ভিডিয়োর প্রথমেই গতকাল মুক্তি পাওয়া ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ নিয়ে কথা বলতে শুরু করেন অভিনেতা। প্রচুর স্টারকাস্ট থাকা সত্ত্বেও এই ছবির গল্প সেই ভাবে টানেনি অভিনেতাকে।

তবে ভিডিয়োটি কিছুটা দেখলেই বুঝতে পারবেন ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ সিনেমা নিয়ে নয়, এই ছবির লেখক অরিত্র বন্দ্যোপাধ্যায়কে নিয়েই মূলত এই ভিডিয়োটি তৈরি করতে চেয়েছেন অভিনেতা। অরিত্র একজন ইউটিউবার হওয়ার সুবাদে বহুবার বহু ছবির রিভিউ করেছেন, তবে রিভিউ করতে গিয়ে তিনি একাধিকবার নিজের মাত্রা ছাড়িয়েছেন। এই ছবিগুলি তালিকায় যে জিতুর ছবিও রয়েছে, সেটা অভিনেতার কথা শুনলেই বুঝতে পারবেন।

অরিত্রর পূর্বের ছবির কথা উল্লেখ করে জিতু বলেন, ‘আপনি একটি ছবি তৈরি করেছিলেন, সেটি খুব সম্ভবত বক্স অফিসে চলেনি। তবে বক্স অফিস কেন, কোনও অফিসেই চলেনি সেটি। তবে আপনি খুব ভাগ্যবান যে পথিকৃৎ আপনাকে সুযোগ দিয়েছে, আপনি কৃতজ্ঞ থাকবেন। যদিও কথাটা কৃতজ্ঞ থাকবেন সেটা আপনার ব্যাপার।’

অরিত্রকে কটাক্ষ করে জিতু বলেন, ‘আপনি একজন লেখক তবে আপনার লেখা নিয়ে আরও বেশি কাজ করতে হবে। আপনি লেখক হিসাবে নিজেকে উপস্থাপিত করতে চাইলেন ঠিকই কিন্তু আপনার লেখার জোর এতটাই কম যে এই ছবিটি কতটা চলবে সেটা বলা মুশকিল। যদিও সবে দুইদিন হয়েছে, দেখা যাক কি হয়!’

জিতুর বক্তব্য শুনলে বোঝাই যাচ্ছে যে তিনি অরিত্রের ওপর ভীষণ ক্ষুব্ধ। একজন পরিচালক বা প্রযোজক একটি সিনেমা তৈরি করেন নিজের সন্তানের মতো করে, সেই ছবিটি নিয়ে কটাক্ষ করলে খুব স্বাভাবিকভাবেই তাঁদের খারাপ লাগে। তাই এবার অরিত্রর মতো করেই জিতু অরিত্রকে কটাক্ষ করে বোঝালেন যে দীর্ঘদিনের পরিশ্রমের পরে যদি ভালোবাসা না পাওয়া যায় তখন কেমন লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *