কাশ্মীর হামলাকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ফোনে কথা বলেন তারা। নয়াদিল্লির দাবি, ফোনালাপে ভারতের প্রতি সংহতি প্রকাশ করে ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে’ সমর্থন করার কথা জানিয়েছেন হেগসেথ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পহেলগামে বন্দুকধারীর হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ সময় হেগসেথ ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলেও জানানো হয় প্রতিবেদনে।
বলা হয়, হেগসেথ জানান, কাশ্মীর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ‘ভারতের সাথে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সাথে কথা বলেছেন। এ সময় ভারতকে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সাথে কাজ করতে রুবিও উৎসাহিত করেছেন বলেও জানান জয়শঙ্কর।
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চরম উত্তেজনা চলছে ভারত-পাকিস্তান সম্পর্কে। এটি ২০০০ সালের পর থেকে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি।

হামলার পর পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী তার সেনাবাহিনীকে ‘কার্যকরী স্বাধীনতা’ দিয়েছে।
এর আগে পাকিস্তান জানায় তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ আছে যে, ভারত পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলা হলে তারা এর কঠোর জবাব দেবে।