মার্কিন যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা জঙ্গিকে ‘সাধারণ নাগরিক’ বলে ঘোষণা করল পাক

Spread the love

অপারেশন সিঁদুরে ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে সন্ত্রাসবাদীদের সঙ্গে পাক সেনাবাহিনীর যোগ। পাক সেনার জঙ্গি যোগের একের পর এক অকাট্য প্রমাণ বিশ্বের সামনে পেশ করেছে ভারতীয় সেনা। আর তারই মধ্যে হাতে এল আরও এক প্রমাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা লস্কর কম্যান্ডারকে ‘সাধারণ নাগরিক’ ও ইসলামি ধর্মপ্রচারক বলে ঘোষণা করল পাকিস্তান। যাতে স্পষ্ট হল, শুধু ভারত নয়, গোটা বিশ্বের কাছে কতটা বিপজ্জনক পাক সেনাবাহিনী।

গত ৭ মে ভোর রাতে অপারেশন সিঁদুর-এ পাকিস্তানের মুরিদকে শহরে লস্কর ই তৈবার জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ওই অভিযানে পঞ্চত্বপ্রাপ্তি হয় লস্করের একাধিক নেতৃত্বস্থানীয় জঙ্গির। ওই দিনই তাদের শেষকৃত্য হয় মুরিদকেতে। সেখানে হাজির ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর পদস্থ কর্তা থেকে পুলিশ ও আইনসভার সদস্যরাও। লস্কর জঙ্গিদের শেষকৃত্যে ধর্মীয় প্রার্থনা পাঠে নেতৃত্ব দিতে দেখা যায় হাফিজ আবদুর রউফ নামে এক ব্যক্তিকে।

ওই শেষকৃত্যের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োয় চিহ্নিত করা হয় আবদুর রউফসহ পাক সেনার আধিকারিকদের। জঙ্গি আবদুর রউফ সেখানে কী করছিল সে প্রশ্ন তোলা হয় ভারতের তরফে। জবাবে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, আবদুর রউফ একজন সাধারণ পাক নাগরিক। তিনি ওই অনুষ্ঠানে মৌলবির ভূমিকা পালন করছিলেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় জ্বলজ্বল করছে তার নাম।

জানা গিয়েছে, লস্কর কম্যান্ডার আবদুর রউফ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির থেকে জঙ্গি কার্যকলাপ চালাতে টাকা তোলে। তার বিরুদ্ধে ভারতসহ বিভিন্ন দেশে একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *