অপারেশন সিঁদুর(Operation Sindoor)। বেছে বেছে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে হামলা। অন্তত ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অপারেশন সিঁদুরের আওতায় এই প্রত্যাঘাত।। পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিল ভারত।
এদিকে এই প্রত্যাঘাতের পরেই মিথ্যের ঝুলি নিয়ে বেরিয়ে পড়ল পাকিস্তান। পাকিস্তান থেকে পরিচালিত একাধিক মিডিয়া চ্যানেল ও সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একের পর এক মিথ্য়ে ও ভুয়ো তথ্য়কে হাজির করা হচ্ছে। মূলত বিশ্বের কাছে লজ্জা ঢাকতে চিরাচরিত পথ ধরেছে পাকিস্তান।
অপারেশন সিঁদুর নিয়ে কী ধরনের ভুয়ো ভিডিয়ো পোস্ট করা হচ্ছে?
ভারতের অভ্যন্তরে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভুয়ো ভিডিয়ো সামনে আনা হচ্ছে পাকিস্তানের একাধিক মাধ্যমের তরফে। তবে ফ্য়াক্ট চেক করতেই বোঝা যাচ্ছে পুরোটাই মিথ্য়ে। একাধিক ক্ষেত্রে যে তথ্য় দেওয়া হচ্ছে তার সঙ্গে কোনও নির্দিষ্ট বিশ্বাসযোগ্য বিষয়কে হাজির করতে পারছেন না তারা।
প্রেস ইনফরমেশন ব্যুরো তরফে ফ্যাক্ট চেক করে জানিয়ে দেওয়া হয়েছে, ‘একটা ভিডিয়ো একাধিক পাকিস্তানপন্থী হ্যান্ডল থেকে শেয়ার করছিলেন। মিথ্যে করে বলা হচ্ছিল পাক বিমানবাহনী শ্রীনগর এয়ারবেসকে নিশানা করেছে। কিন্তু এই ভিডিয়ো পুরনো । এই ভিডিয়ো ভারতের নয়। এই ভিডিয়ো ২০২৪ সালের পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়ার একটা সংঘর্ষের ভিডিয়ো। সেক্ষেত্রে পিআইবি জানিয়ে দিয়েছে কেবলমাত্র ভারত সরকারের অফিসিয়াল সোর্সের উপর নির্ভর করুন। ‘
তবে নেটিজেনরা বলছেন, এটা পাকিস্তানের পুরানো কায়দা। এর মাধ্যমে তারা মিথ্য়েকে বার বার বলে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু বার বারই তা ধরা পড়ে যায়। দেখা যাচ্ছে পুরানো ভিডিয়োকে নিজেদের বলে চালানোর চেষ্টা করছে পাকিস্তানের একাধিক সোশ্য়াল মিডিয়া। পুরানো ছবিকে নিজেদের বলে চালানো হচ্ছে।পহেলগাঁও হামলার বদলা নিল ভারত। বেছে বেছে উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন,’আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। অপারেশন সিঁদুর হল পহেলগাঁওতে আমাদের নিরীহ ভাইদের নৃশংসভাবে হত্যা করার জবাব। মোদী সরকার ভারত ও সেখানকার মানুষদের উপর কোনও আঘাত হলে তার জবাব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারত একেবারে শেকড় থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
কার্যত ভারতের সেনাবাহিনীর ভূমিকায় অত্য়ন্ত গর্বিত দেশ। গোটা দেশ এই অভিযানের পরে অত্যন্ত খুশি। এই দিনটার জন্যই যেন অপেক্ষা করছিল দেশ।