মালদহে শুটআউট!চাঞ্চল্য

Spread the love

ফের রাতের অন্ধকারে শুটআউট মালদহে। কালিয়াচকের মজমপুর থানা এলাকার একটি লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলেন গুলিবিদ্ধ এক যুবক। জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম করিম খান। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত দশটা নাগাদ বাড়ির পাশেই লিচু বাগানে কাজ করছিল যুবক করিম খান। সেসময় কেউ বা কারা এসে তাঁকে গুলি করে চম্পট দেয়। দীর্ঘক্ষণ করিম বাড়িতে না আসায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। গভীর রাতে তাঁরা খবর পান, করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। এরপর বাড়ির লোকজন লিচু বাগানে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন করিম। দ্রুত তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা করিম শেখ কে গুলি করেছে, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে পরিবারের সদস্যরা। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না বলেই দাবি বাড়ির লোকজনের।

তবে এই ঘটনার পর প্রতিবেশীরা জানাচ্ছেন, কালিয়াচকের মজমপুর গত কয়েক মাস ধরে শান্তই ছিল। কিন্তু সম্প্রতি সেখানে নতুন করে আবার উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে। করিম খানের উপর হামলা তেমনই এক ঘটনা বলে দাবি প্রতিবেশীদের।শুধু এই ঘটনাই নয়, দিন কয়েক আগেও রাতের অন্ধকারে এক তৃণমূল নেতাকে দুষ্কৃতীরা তাড়া করে এভাবেই গুলি চালিয়ে খুন করেছিল। এরপর করিম খানের মতো সাধারণ যুবকের উপর হামলা। এলাকায় দুষ্কৃতীদের দাপট নিয়ে চিন্তিত স্থানীয় মানুষজন। তবে নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *