মালদ্বীপের ‘পর্যটন দূত’ হলেন ক্যাটরিনা

Spread the love

ণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নিজের নাম লেখালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ(Katrina Kaif)। সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের ‘পর্যটন দূত’ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করে। এ ঘোষণা অনুযায়ী, আজ থেকে মালদ্বীপের গ্লোবাল ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে কাজ করবেন অভিনেত্রী।

মালদ্বীপের ‘পর্যটন দূত’ হিসেবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়োগ দেয়া প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত ভারত-মালদ্বীপ সম্পর্ক উন্নয়নে সহায়ক।

চলতি বছরের শুরুতে ভারত-মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন তৈরি হয়। সে টানাপোড়নের অবসানসহ মালদ্বীপকে বিশ্বব্যাপী ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে তুলে ধরতে মালদ্বীপের একটি কৌশলগত পদক্ষেপই হলো বলিউড অভিনেত্রীকে নিজেদের দেশের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়া।

ক্যাটরিনা আরও বলেন,ব্যক্তিগত সময় কাটাতে একাধিকবার মালদ্বীপে ভ্রমণ করেছি। এখানকার আকর্ষণীয় লোকেশন এবং ভ্রমণ অভিজ্ঞতা আমার জানা। সেগুলো বিশ্বব্যাপী পর্যটকদের কাছে তুলে ধরতে উদগ্রীব হয়ে রয়েছি।

ব্যক্তিজীবনে ২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে ভালোবেসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ নামের থ্রিলারধর্মী সিনেমায় অভিনয় করতে দেখা যায় এ অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *