মালাইকার পোস্টে অর্জুনের লাইক

Spread the love

গত বছরের সবথেকে বড় খবর ছিল অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা প্রেমের বিচ্ছেদ। টানা কয়েক বছর একে অপরকে ডেট করার পর যখন সকলে ভেবেছিলেন, এবার হয়তো বিয়েটা করেই ফেলবেন তাঁরা, ঠিক তখনই ঘটে বিচ্ছেদ। তবে বিচ্ছেদ হলেও এখন একে অপরের তাঁরা ভীষণ ভালো বন্ধু, তার প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখে।

রবিবার মালাইকা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাঁকে নিজের বাড়িতেই অলস দুপুর কাটাতে দেখা যায়। প্রথম ছবিতে একটি ঢোলাঢালা পোশাক পরে চেয়ারে বসে থাকলে দেখা যায় তাকে। দ্বিতীয় ছবিতে বেশ কিছু খাবারের ছবি দেখতে পাওয়া যায়।

তৃতীয় এবং চতুর্থ ছবিতেও দেখতে পাওয়া যায় বাড়ির ড্রইং রুমের ছবির ঝলক। পঞ্চম ছবিতে নিজের একটি সেলফি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। ষষ্ঠ ছবিতে বাড়ির একটি পোষ্যকে দেখা যায় এবং তার পরের ছবিতে দেখা যায় মালাইকার রবিবারের ছুটিতে নিজেকে প্যাম্পায়ার করছেন।

প্রতিবারের মতোই এই ছবিতে লক্ষাধিক মানুষ লাইক করলেও সকলের নজরে এসেছে একটি এমন লাইক, যা অর্জুন এবং মালাইকার সম্পর্ককে আবার নতুন একটি মোড় দেয়। মালাইকার এই ছবিগুলিতে অর্জুন লাইক দিয়েছেন, যার ফলে অনেকেই মনে করছেন এখনও দুজনের মধ্যে বেশ ভালই সম্পর্ক রয়েছে। যদিও অনেকে এও মনে করছেন যেহেতু মালাইকা এবং অর্জুন এখন খুব ভালো বন্ধুত্ব তাই ছবিতে লাইক করাটা ভীষণ স্বাভাবিক ব্যাপার।প্রসঙ্গত, ২০২৪ সালে ‘সিংহম এগেইন’ ছবির প্রচারে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা নিয়ে মুখ খোলেন অর্জুন। তিনি জানান, মালাইকার সঙ্গে তিনি সম্পর্কে নেন। তবে বিচ্ছেদ হলেও একে অপরকে যথেষ্ট সম্মান করেন তাঁরা। শুধু তাই নয়, নিজেদের প্রত্যেকটি সিক্রেট আগের মতোই গোপন থাকবে, একথাও বলতে শোনা যায় অর্জুনকে।

অন্যদিকে মালাইকাও নিজের সম্পর্ক নিয়ে বলেছিলেন, আমার জীবন ভীষণ ব্যক্তিগত। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কারও সাথে খুব বেশি কথা বলতে চাই না। অর্জুন যা বলেছেন, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। আমি এই প্রসঙ্গে মন্তব্য করতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *