পাকিস্তানে শনিবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে চালানো ওই হামলায় ২৪ জন আহত হয়েছেন। হামলার পরপরই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে আত্মঘাতী বোমা হামলার জন্য ভারতকে দায়ী করা হয়। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের তালিবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
পাক সেনার তরফে জানানো হয়েছে, মীর আলি এলাকায় এক আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা বহরকে লক্ষ্য করে হামলা চালায়। পাকিস্তান তালিবানের (টিপিপি) শাখা হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে পাকিস্তান এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে এবং হাস্যকর ভাবে ইসলামাবাদ অভিযোগ করে, ভারত নাকি তাদের দেশে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে। এই নিয়ে ভারত বলে, ‘আমরা পাকিস্তান সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতি দেখেছি। সেখানে ২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতকে দায়ী করা হয়েছে। আমরা এই বিবৃতিটির নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করছি।’

জানা গিয়েছে, এই বিস্ফোরণে ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, যার ফলে আশেপাশের অনেক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই আবহে ভারত আরও বলেছে, বারবার ভারতকে দোষারোপ না করে পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডের মধ্যে থাকা সন্ত্রাসবাদী নেটওয়ার্ক এবং চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রসঙ্গত, ওয়াজিরিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশকে বেশ কয়েকটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। আফগানিস্তানের বিরুদ্ধে এসব গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে পাকিস্তান। হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীকে পাকিস্তানের টিটিপির চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। এরা ক্রমাগত নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানে।