মিনমিন করছে বাংলাদেশ সরকার!কেন?

Spread the love

গত ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলার পরিকল্পনা ছিল ছাত্রনেতাদের। তবে তার আগেই শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। এদিকে হাসিনার আওয়ামি লিগ নিষিদ্ধ করার দাবিতে সেই সব ছাত্র নেতারাই এবার ইউনুসের বাসভবন ঘিরে ধরেছেন। আর এতদিন ধরে আওয়ামি লিগ নিষিদ্ধ করার বিষয়ে নেতিবাচক মনোভাব রাখা ইউনুসের সরকার এখন বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

বাংলাদেশে এবার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নাহিদ ইসলামরাই। বাংলাদেশের ছাত্রনেতাদের দল এনসিপি গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সরকারি বাসভবন ‘যমুনা’ ঘিরে রেখেছে। তাদের দাবি, অবিলম্বে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই আবহে ঢাকার রাজপথ ফের একবার উত্তাল।রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার সময় ইউনুসের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন হাসনাত আবদুল্লারা। শুক্রবার বিকেল পর্যন্ত সেই বিক্ষোভ জারি রয়েছে। এদিকে আজ বড় একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছিল হাসনাতদের তরফ থেকে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হয়। 

আজ সকালে এনসিপি সমর্থক এবং কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় হাসনাত আবদুল্লা বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামি লিগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না।’হাসনাতের আরও বক্তব্য, ‘সারা বাংলাদেশের জনগণকে বলব আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাইয়ে নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন। ফোয়ারার সামনে থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে রাস্তা রয়েছে, যেই রাস্তা বাংলামোটর পর্যন্ত গিয়েছে, পুরো রাস্তা আজকে জনসমুদ্রে পরিণত করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *