মিমির পর ওপার বাংলায় অলিভিয়া

Spread the love

টেলি দুনিয়ার পরিচিত একটি মুখ হল অলিভিয়া সরকার। ওয়েব সিরিজ থেকে বড়পর্দা, সর্বত্রই অভিনেত্রীর অভিনয় প্রশংসিত হয়েছে বারবার। ডান্স বাংলা ডান্স – এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এবার ভারতের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ পাড়ি দিলেন নায়িকা।

ব্রেকআপ স্টোরি, এই আমি রেনু, সীমারেখা, রক্তবিলাপ, আবার অরণ্যের দিনরাত্রি সহ একাধিক প্রজেক্টে কাজ করেছেন তিনি। তবে মন্টু পাইলট সিরিজে কাজ করে বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন অলিভিয়া। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছিলেন তিনি। এবার পাড়ি দিলেন ভিনদেশে।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ওপার বাংলার একটি মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন তিনি। আদিব কবিরের সুরে এবং রবিউল ইসলাম এর জীবনের লেখায় তৈরি হওয়া এই গানে দেখা যাবে নায়িকাকে। গানের নাম সোনা জান।

দুষ্টু কোকিল খ্যাত গায়িকা কণার কন্ঠে এই গানটি শুনতে পাওয়া যাবে। মনে করা হচ্ছে, মিমি চক্রবর্তীর পর এবার দুই বাংলায় জনপ্রিয় হওয়ার পালা অলিভিয়ার। অলিভিয়ার সঙ্গে অভিনয় করবেন অমিত পাল। কেএম মিউজিকের ব্যানারে মুক্তি পাবে গানটি।

এই গান প্রসঙ্গে আজকাল বাংলাকে অলিভিয়া বলেন, ‘ওপার বাংলায় কাজ করে যতটা ভালো লেগেছে ,তার বেশি সম্মান পেয়েছি। শুধু ভালো কাজ করলে হয় না, তার পাশাপাশি মানসিক শান্তির প্রয়োজন থাকে। খুব সুন্দর পরিবেশে কাজ করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে।’

প্রসঙ্গত, বাপ্পা রায় ও ফুলস্টপ.কম ছবিতে অভিনয় করতে দেখা যাবে অলিভিয়াকে। সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় কমিক সিরিজের ওপর নির্ভর করে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিতে রাপ্পা নামক গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *