জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন। গত ২৩ মে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর পর শোবিজ অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। রহস্য জাল বাঁধে তার মৃত্যু ঘিরে। এবার মুখ খুললেন অভিনেতার ভাই আরেক অভিনেতা রাহুল দেব।অভিনেতা মুকুল তার শেষ দিনগুলো কাটিয়েছেন কঠিন বাস্তবতায়। মুকুলের ছোট ভাই অভিনেতা রাহুল দেব মুখ খুলেছেন তার বড় ভাইয়ের অকাল প্রয়াণের পেছনের কারণ নিয়ে।
রাহুল জানিয়েছেন, ঠিক কী কারণে এমন মর্মান্তিক পরিণতি হলো মুকুলের। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর আগে টানা সাড়ে আট দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মুকুল। তার এই অবস্থার অন্যতম কারণ ছিল অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস।
রাহুল দেবের কথায়, ‘চিকিৎসার দিক থেকে দেখতে গেলে খাওয়া-দাওয়া ঠিক না হলেই এমন পরিণতি হয়ে থাকে। শেষ চার-পাঁচ দিনে ও পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিল।’ মুকুলের এই খাদ্যাভ্যাস সংক্রান্ত জটিলতা শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছিল।
মুকুল অবসাদে ভুগছিলেন? এই প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মুকুলের মৃত্যু নিয়ে যারা এখন নানা মন্তব্য করছেন জীবিত অবস্থায় তারা কেউই তার সঙ্গে যোগাযোগ রাখেননি।
রাহুল বলেন, ‘যারা এখন কথা বলছেন তারা কোনও যোগাযোগই রাখেননি। ওরা বলছেন, মুকুল নাকি সুস্থ ছিল না। কিন্তু ও হাফ ম্যারাথন দৌড়েও অংশ নিয়েছিল। ওর ওজন বেড়েছিল ঠিকই। নিজের খেয়াল রাখা বন্ধ করলে, তার ছাপ তো শরীরে পড়েই।’

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা- সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের।