মুম্বইয়ে কনসার্ট চলাকালীন পরেশকে নিয়ে মন্তব্য প্রকাশ হিমেশের

Spread the love

হেরা ফেরি থ্রি ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যতটা উত্তেজনা রয়েছে ঠিক ততটাই এই সিনেমাটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিছুদিন আগে পরেশ রাওয়ালের ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বাবু ভাইয়া চরিত্রের জন্য পঙ্কজ ত্রিপাঠিকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

তবে পঙ্কজ ত্রিপাঠী যত ভালই অভিনেতা হন না কেন, পরেশ রাওয়ালের ‘বাবু ভাইয়া’ নামক আইকনিক চরিত্রে অন্য কাউকে ভালো লাগবে বলে মনে করছেন না দর্শকরা। যদিও এই ধারণা অভিনেতার নিজেরও। অন্যদিকে পরেশের এইভাবে হঠাৎ সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ায় কিছুটা হলেও স্তম্ভিত অক্ষয় সুনীল এবং প্রিয়দর্শন।

পরেশ রাওয়াল প্রসঙ্গে যখন উত্তাল নেট দুনিয়া ঠিক তখনই এই বিষয় নিয়ে মুখ খুললেন হিমেশ রেশমিয়া। সম্প্রতি মুম্বইয়ের একটি কনসার্টে পরেশ রাওয়ালের নাম উচ্চারণ না করেই তিনি বলেন, ‘হেরা ফেরি সিনেমায় তিনি অসাধারণ ছিলেন, হেরা ফেরি ২ ছবিতেও তিনি অসাধারণ ছিলেন এবং এখনও তিনি অসাধারণ আছেন।’

হিমেশ যে শুধু স্টেজে দাঁড়িয়ে পরেশ রাওয়ালের গুনগান গেয়েছেন তা নয়, ‘ঝুমে রাত রাত হে আজা’, গানটি গেয়েও দর্শকদের মাতিয়েছেন। গানে এবং কথায় বারবার তিনি প্রমাণ করে দিয়েছেন, তিনি পরেশ রাওয়ালের কত বড় ভক্ত। ইতিমধ্যেই হিমেশের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *