মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপালের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

Spread the love

মুর্শিদাবাদ হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া রাজ্যপালের রিপোর্টের চরম সমালোচনা করল তৃণমূল কংগ্রেস। রবিবার ওই রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া দিতে দিতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাজ্যপাল তাঁর রাজনৈতিক প্রভূদের নির্দেশে রিপোর্ট দিয়েছেন। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিএসএফের ভূমিকা নিয়েও ফের সরব হন তিনি।

এদিন কুণালবাবু বলেন, ‘রাজ্যপাল তাঁর রাজনৈতিক প্রভূদের নির্দেশে কাজ করেছেন। মুর্শিদাবাদের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। বরং তিনি সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফকে নিয়ে কিছু পরামর্শ দিতে পারতেন। বিএসএফ তার তার গতিবিধির সীমা সীমান্ত থেকে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছে। তার পরেও অনুপ্রবেশ হচ্ছে কী করে? সেসব নিয়ে কেন রিপোর্টে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল?’

শারীরিক অসুস্থতার মধ্যেও মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রককে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। রিপোর্টে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। রিপোর্টে তিনি জানিয়েছে, মুর্শিদাবাদ হিংসা পূর্বপরিকল্পিত। সীমান্ত লাগোয়া এলাকায় ধর্মীয় চরমপন্থা ব্যাপকভাবে ছড়িয়েছে। সেখানে হিন্দুরা আতঙ্কিত। নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সেখানে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *