মুসলিম দেশে ঈদুল আজহা হতে পারে ৬ জুন

Spread the love

বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।এমিরেটস নিউজ এজেন্সির (ডব্লিওএএম) প্রতিবেদনে বলা হয়, ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ মঙ্গলবার (২৭ মে) দৃশ্যমান হওয়ার প্রবল সম্ভাবনা আছে।

আবুধাবি-ভিত্তিক এই কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, এশিয়ার মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ এলাকা এবং ইউরোপের বেশ কিছু জায়গা থেকে টেলিস্কোপের সাহায্যে ২৭ মে চাঁদ দেখা যাবে।

আমেরিকার কিছু অংশে টেলিস্কোপ ছাড়াই চাঁদ দেখা যেতে পারে বলে জানান তিনি।

জ্যোতির্বিজ্ঞানীদের এই হিসাব অনুযায়ী, ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হওয়ার কথা। সেই হিসেবে, জিলহজ মাসের দশম দিনে, অর্থাৎ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে। এই চাঁদ দেখা থেকেই নির্ধারিত হবে কবে শুরু হবে পবিত্র জিলহজ মাস, যার মধ্যে পালিত হয় হজ ও ঈদুল আজহা।

এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *